সেমিফাইনালের প্রথম লেগে ফুলহানকে ২-১ গোলে হারিয়ে লিগ কাপের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল লিভারপুল। গতকাল (২৪ জানুয়ারি) রাতে ফিরতি লেগের খেলায় ফুলহ্যামের সাথে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে অলরেডরা।
গেল রাতে ফুলহ্যামের ঘরের মাঠ ক্রাভেন কটেজে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও ফুলহ্যাম। প্রথম লেগের খেলায় শুরুতে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুই গোল দিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল লিভারপুল।
আজ ম্যাচের মাত্র ১১তম মিনিটেই লুইস দিয়াজের গোল থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পায় লিভারপুল। সেন্টার-ব্যাক জ্যারেল কুয়ানসার বাড়ানো উঁচু থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের দুজনকে কাটিয়ে ডান পায়ের শটে জালে বল জড়ান লুইস দিয়াজ।
আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ। ফুলহ্যাম একাধিক সুযোগ তৈরি করেও সফলতার দেখা পাচ্ছিল না। তবে দ্বিতীয়ার্ধে অলরেড শিবিরের ভয় ধরিয়ে দিয়েছিল ফুলহ্যাম। ম্যাচের ৭৬ তম মিনিটে ইশা জিওপের গোল থেকে সমতায় ফেরে স্বাগতিকরা।
বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো একটু উঁচু বল বক্সের মধ্যে পেয়ে যান জিওপ। কোনও ভুল না করে হাঁটু দিয়ে জালে বল জড়ান এই ফরাসি ডিফেন্ডার। দুই লেগ মিলিয়ে পিছিয়ে থাকা ফুলহ্যাম আরেকটি গোলের জন্য মরিয়া হয়ে থাকলেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি দলটি।
এই জয়ে ১৪তম বারের মতো লিগ কাপের ফাইনালে উঠলো লিভারপুল। ৯ বারের রেকর্ড চ্যাম্পিয়ন এই দলটি আগামী ২৫ ফেব্রুয়ারি নিজেদের দশম শিরোপা জয়ের উদ্দেশ্যে ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসির মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনালের দুই লেগে মিডলসব্রাকে ১-০ এবং ৬-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চেলসি।
আরও পড়ুন: শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ বার্সেলোনার
ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৪/এফএএস