চেলসির বিরুদ্ধে ১-১ গোল দিয়ে নতুন মৌসুম শুরু করা লিভারপুল আজ জয়ের দেখা পেয়েছে। কিন্তু এই জয়ের ম্যাচের শুরুতে ভুগতে হয়েছে অলরেডদের। লালকার্ড খেয়ে ১০ জন নিয়ে খেলতে হয়েছে। তবুও বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মোহাম্মদ সালাহরা।
শনিবার (১৯ আগস্ট) রাতে ঘরের মাঠ এনফিল্ডে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল খেয়ে যায় লিভারপুল। আশঙ্কা জারে হারের। তবে শুরুর ধাক্কা দারুণভাবে সামলে নিয়ে, আধ ঘণ্টারও বেশি সময় দশ জন নিয়ে খেলেও হারেনি ইয়ুর্গেন ক্লপের দল। দিয়াস, সালাহ, জোটারা দুর্দান্ত খেলেছেন। আলো ছড়ালেন আক্রমণভাগে।
বোর্নমাউথের হয়ে ম্যাচের তিন মিনিটে গোল দেন অ্যান্টোনি সেমেনিও। পরে ২৭ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান দিয়াস। বিরতিতে যাওয়ার আগে ৩৬ মিনিটে দলকে এগিয়ে দেন সালাহ। আর ৬২ মিনিটে জয়সূচক গোল করেন জোটা।
৩৫তম মিনিটে পেনাল্টি থেকে সালাহর শট প্রথমে আটকে দিলেও দ্বিতীয় শট আটকাতে পারেননি ব্রাজিলিয়ান গোলরক্ষক নেতো। ৫৮ মনিটে রায়ান ক্রিস্টিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ম্যাক অ্যালিস্টার। তবে তাতে বিপদ হয়নি। ৬২ মিনিটে দলকে আনন্দের উপলক্ষ্য এনে দেন দিয়েগো জোটা।
আরও পড়ুন: এশিয়া কাপের ধারাভাষ্যে ভারতের ১১ জন, বাংলাদেশের শূন্য
ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৩/এজেড