গত মৌসুমের হতাশা কাটিয়ে পুনরায় আগের রূপ ফিরে পাচ্ছে লিভারপুল। প্রিমিয়ার লিগে ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখেছে ইউরোপা লীগেও। গ্রুপপর্বের ম্যাচগুলোতে পেয়েছে টানা তিন জয়।
গতরাতে ইউরোপা লীগের রাউন্ড তিনের ম্যাচে টুলুজের মুখোমুখি হয় লিভারপুল। লিভারপুলের ঘরের মাঠ এনফিল্ডে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি। সালাহকে বসিয়ে রেখেই শুরুর একাদশ সাজায় জার্গেন ক্লপ।
ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই দিয়াগো জোতার গোলে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু ১৬ মিনিটের মাথায় গোল দিয়ে টুলুজকে সমতায় ফেরান থিজস ডালিঙ্গা। তবে তার কিছুক্ষণ পরেই ম্যাচের ৩০তম মিনিটে ওয়াতারু এন্ডোর গোলে আবারো এগিয়ে যায় লিভারপুল। ৩৪ মিনিটে করা ডারউইন নুনেজের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লিভারপুল।
প্রথমার্ধের ন্যায় দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রেখে আরো দুটি গোল যোগ করে লিভারপুল। ৭০ মিনিটে বদলি নামা সালাহও একটি গোলের দেখা পান। শেষ পর্যন্ত ৫-১ গোলের ব্যবধানে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ই-এর শীর্ষস্থানে রয়েছে সালহরা।
গত মৌসুমের হতাশা কাটিয়ে দারুণভাবে ফিরেছে লিভারপুল। প্রিমিয়ার লিগেও ভালো সময় পার করছে তারা। ৯ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষ চারের মধ্যেই রয়েছে জার্গেন ক্লপের শিষ্যরা।
আরও পড়ুন: ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের, শীর্ষেই আছে আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৩/এমটি/এজে