Connect with us
ক্রিকেট

পাকিস্তান সফরে থাকাকালীন স্টোকসের বাসায় লুটপাট

Ben Stokes
বেন স্টোকস। ছবি: সংগৃহীত

পাকিস্তান শহরে থাকাকালীন ডারহামের ক্যাসেল ইডেন এলাকা থেকে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের বাসায় চুরির ঘটনা ঘটেছে। গহনা এবং অন্যান্য মূল্যবান জিনিস চুরি হয়েছে বলে দাবি করেছেন এই ক্রিকেটার। কয়েকজন মুখোশধারী গ্যাং তার বাড়ি লুট করেছে বলে জানান তিনি।

গত ১৭ই অক্টোবর সন্ধ্যায় তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন অভিযোগ করেছেন স্টোকস। সে সময় পাকিস্তানের অবস্থান করছিলেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। বাড়িতে তার স্ত্রী এবং সন্তানেরা ছিলেন।

২০২০ সালে অর্ডার অব দা বৃটিশ এম্পায়ার (ওবিই) সম্মানে পাওয়া পদক, তিনটি নেকলেস, একটি আংটি এবং দুটি ব্যাগের ছবি এক্স-এ পোস্ট করেছেন স্টোকস। এ সব গুলো চুরি হয়ে গেছে বলে দাবি তার।


চুরি যাওয়া জিনিসগুলো পোস্ট করে অপরাধীদের খুঁজে বের করে আটক করার আহ্বান জানান ইংল্যান্ডের এই অধিনায়ক। তার স্মৃতিচারিত সম্মাননা এবং তার পরিবারের সঙ্গে আবেগ জড়িত জিনিসগুলো ফিরিয়ে দিতেও অনুরোধ করেন তিনি।

সমাজের যোগাযোগ মাধ্যমে স্টোকস লেখেন, ‘এই অপরাধের সবচেয়ে মারাত্মক দিক হচ্ছে, আমার স্ত্রী ও দুই শিশু সন্তান বাড়িতে থাকাকালীন এই ঘটনা ঘটেছে। ভাগ্যক্রমে আমার পরিবারের কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে এই ঘটনায় তাদের মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলেছে। এটাও ভাবছি যে, এই পরিস্থিতি আরও কতটা ভয়ংকর হতে পারত।’

আরও পড়ুন: সাফের শিরোপা জড়িয়ে ঘুমালেন নারী ফুটবলাররা

ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট