Connect with us
ফুটবল

কলম্বিয়ার কাছে হেরে জয়ের ধারা ভাঙল মেসিবিহীন আর্জেন্টিনার

Afghanistan vs New Zealand test 3rd day washed out
কলম্বিয়ার কাছে হারল আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

কিছুদিন আগে কলম্বিয়াকে হারিয়েই কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সেই কলম্বিয়ার কাছেই হেরে বসল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। গত বছর নভেম্বরের পর থেকে টানা ১২ ম্যাচ জয়ের পর এবার হারের মুখ দেখল আর্জেন্টিনা।

গতকাল মঙ্গলবার রাতে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এদিন ঘরের মাঠে আলবিসিলেস্তেদের ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন হলো মেসিবিহীন আর্জেন্টিনা।

গত কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন দলের সেরা তারকা লিওনেল মেসি। তারপর থেকে এখনও তিনি আছেন মাঠের বাইরে।

গতকাল ম্যাচের শুরু থেকে মার্চ মাঠের দখল ধরে রেখে আক্রমণে ওঠার চেষ্টা চালায় উভয় দল। এদিন ঘরের মাঠে প্রথম লিড পায় কলম্বিয়া। ম্যাচের ২৫তম ম্যাচে ইয়েরসন মোস্কুয়েরার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের বাঁ প্রান্ত থেকে সতীর্থের নেয়া শটে দারুন হেডে গোল করেন তিনি।

পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। তবে একাধিক চেষ্টা করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। অবশ্য বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই নিকোলাস গঞ্জালেসের গোলে সমতা পায় আর্জেন্টিনা। সতীর্থের থেকে বল পেয়ে বল নিয়ে একাই এগিয়ে যান তিনি।

ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে দারুন ফিনিশিংয়ে গোল করেন গঞ্জালেস। তবে ম্যাচের ৬০তম মিনিটে আবারও এগিয়ে যায় কলম্বিয়া। পেনাল্টি থেকে জেমস রদ্রিগেজ করেন গোল। প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে স্পট কিক পেয়েছিল তারা। এরপর ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সফলতা পায়নি আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় নিজেদের ৮ ম্যাচে ৬ জয় নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের থেকে ২ পয়েন্ট কমে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে কলম্বিয়া।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করবেন কোহলি!

ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল