Connect with us
ক্রিকেট

এলপিএল ২০২৪ : কে কোন দলে খেলছেন?

LPL 2024_Who is playing in which team
গত ১ জুলাই এলপিএলের পঞ্চম আসরের পর্দা উঠেছে। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাটে-বলের জমজমাট প্রতিদ্বন্দ্বিতা শেষে শুরু হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএলের) পঞ্চম আসর৷ এবারের আসরে শ্রীলঙ্কার বিভিন্ন শহরের পাঁচটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে ৷

এবারের আসরে ডাম্বুলার জার্সিতে সর্বোচ্চ দুই বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন তাওহীদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান। এর মধ্যে হৃদয়ের গত আসরে জাফনা কিংসের হয়ে এলপিএলে খেলার দারুণ সুখস্মৃতি রয়েছে৷

মুস্তাফিজ, হৃদয় ছাড়াও লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরে দল পেয়েছেন তাসকিন আহমেদ। কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে দেখা যাবে এই ডানহাতি পেসারকে৷ শেষ মুহূর্তে সরাসরি চুক্তিতে শরিফুল ইসলামকে দলে ভিড়িয়েছে ক্যান্ডি ফ্যালকনস।

Four Bangladeshi Playing in LPL 2024

এলপিএলের পঞ্চম আসরে চার বাংলাদেশি খেলছেন। ছবি- সংগৃহীত 

আরও পড়ুন:

» দক্ষিণ আফ্রিকাকে কেন ‘চোকার্স’ বলা হতো, যেভাবে মুছল বদনাম

»  দক্ষিণ আফ্রিকার ‘আট’ ও রাজা রবার্ট দ্য ব্রুসের ‘সাত’

বাংলাদেশি ক্রিকেটার ছাড়াও লঙ্কা প্রিমিয়ার লিগে রয়েছে বিভিন্ন দেশের নামকরা তারকারা৷ এক নজরে দেখে নেওয়া যাক কোন দলে কারা খেলছেন-

ডাম্বুলা সিক্সার্স: কুশল পেরেরা, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান,লাহিরু মাদুশাঙ্কা, লাহিরু উদারা , দানুশকা গুনাথিলাকা, নুয়ানিদু ফার্নান্দো, মার্ক চ্যাপম্যান, মোহাম্মদ নবী, চামিদু ভিক্রমাসিংহে, নিমেশ ভিমুক্তি, আকিলা ধনঞ্জয়া, নুয়ান থুসারা, নুয়ান প্রদীপ, লাহিরু মাদুশঙ্কা, সোনাল দিনুশা, ইব্রাহিম জাদরান, সচিত্র জয়তিলাকে, প্রবীন জয়াবিক্রমা, দুশন হেমন্থ, রানেশ সিলভা ও সাচিথা জয়াথিলাকা৷

কলম্বো স্ট্রাইকার্স: থিসারা পেরেরা, তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে, নিপুন ধনাঞ্জয়া, সাদিরা সামারাবিক্রমা, শাদাব খান, গ্লেন ফিলিপস, চামিকা গুনাসেকারা, দুনিথ ভেল্লালাগে, রহমানুল্লাহ গুরবাজ, অ্যাঞ্জেলো পেরেরা, শেভন ড্যানিয়েল, বিনুরা ফার্নান্দো, গারুকা সংকেত, শেহান ফার্নান্দো, কাভিন বান্দারা, ইসিথা উইজেসুন্দারা, মোহাম্মদ ওয়াসিম, আল্লাহ গাজানফার ও মাথিশা পাথিরানা৷

ক্যান্ডি ফ্যালকন্স: ওয়ানিন্দু হাসারাঙ্গা, শরিফুল ইসলাম, দুশমন্থ চামিরা, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ হারিস, আশেন বান্দারা, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, রমেশ মেন্ডিস, দিমুথ করুনারত্নে, পবন রথনায়েকে, চামাথ গোমেজ, চতুরাঙ্গা ডি সিলভা, কাবিন্দু পাথিরত্নে, লক্ষণ সান্দাকান, সাম্মু আশান, সালমান আলী আগা, কাসুন রাজিথা ও মোহাম্মদ আলী৷

আরও পড়ুন:

» কোপা আমেরিকার ইতিহাসে আর্জেন্টিনার যত শিরোপা জয়

» কোপা আমেরিকার ইতিহাসে মেসির যত অর্জন 

জাফনা কিংস: চারিথ আসালাঙ্কা, বিজয়কান্ত ভিয়াসকান্ত, কুশল মেন্ডিস, আভিশকা ফার্নান্দো, আজমতউল্লাহ ওমরজাই, নূর আহমেদ, রাইলি রুশো, ফ্যাবিয়ান অ্যালেন, ধনঞ্জয়া ডি সিলভা, প্রমোদ মাদুশান, জেসন বেহরেনডর্ফ, আসিথা ফার্নান্দো,ওয়ানুজা সাহান, মুরভিন অবিনাশ, অরুল প্রগাজম, পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, থিসান ভিথুশান, নিসালা থারাকা, ভিশাদ রন্ডিকা, লাহিরু সামারাকুন, এশান মালিঙ্গা, অ্যালেক্স রস ও আহান বিক্রমাসিংহে।

গল মার্ভেলস: নিরোশান ডিকভেলা, ডোয়াইন প্রিটোরিয়াস, সাহান আরাচ্চিগে, লাহিরু কুমারা, প্রবাথ জয়াসুরিয়া, শন উইলিয়ামস, জহুর খান, মালশা থারুপতি, সাদিশা রাজাপাকসে, ভানুকা রাজাপাকসে, লাসিথ ক্রসপুলে, মহেশ থিকশানা, টিম সেইফার্ট , অ্যালেক্স হেলস, জানিথ লিয়ানাগে, চামিন্দু উইজেসিংহে, জেফরি ভ্যান্ডারসে,মোহাম্মদ সিরাজ, ইসুরু উদানা, ধনঞ্জয়া লক্ষণ, পাসিন্দু সুরিয়াবান্দারা, কাবিন্দু নাদিশান ও মুজিব উর রহমান।

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৪/টিএইচ/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট