Connect with us
ক্রিকেট

মুস্তাফিজদের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজির সন্ধানে এলপিএল

LPL in search of new franchise for Mustafiz's Team
মুস্তাফিজদের জন্য নতুন ফ্রাঞ্চাইজি খুজছে লিগ কর্তৃপক্ষ। ছবি- সংগৃহীত

বাংলাদেশের তামিম রহমানের মালিকানায় এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যোগ দিয়েছিল ডাম্বুলা থান্ডার্স। পরে বিদেশি আইকন হিসেবে সরাসরি চুক্তিতে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল তারা। গত মঙ্গলবার (২১ মে) এলপিএলের নিলাম থেকে বেশ শক্তিশালী দলও তৈরি করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু তার একদিন পরই (বুধবার) ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করলো শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

গতকাল (২২ মে) শ্রীলঙ্কার কলম্বো থেকে ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজির মালিককে গ্রেপ্তার করা হয়। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় প্রণীত ক্রীড়া আইনের ২০১৯ সালের অপরাধ প্রতিরোধের ধারায় গ্রেপ্তার করা হয়েছে তামিমকে। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে। এরপরই ডাম্বুলা থান্ডার্সে যোগ দেওয়া ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জাগে। তবে এ প্রসঙ্গে এলপিএল কর্তৃপক্ষ থেকে আশার কথাই শোনা গেল।

দেশি কয়েকজন তারকা ক্রিকেটারের পাশাপাশি বিদেশি আইকন খেলোয়াড় হিসেবে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল ডাম্বুলা। ফিজসহ ইব্রাহিম জাদরান, করিম জানাত, ইফতিখার আহমেদ, হজরতউল্লাহ জাজাইসহ মোট ২৪ জনকে ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছিল লঙ্কান এই ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এলপিএলের চুক্তি বাতিল হওয়ায় এসব ক্রিকেটারদের এখন আর বৈধতা নেই। তাই যখন তাদের আগামী আসরের ভাগ্য নিয়ে প্রশ্ন উঠছে তখন ভারতের ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ এসব প্রশ্নের উত্তর নিয়ে হাজির।

এ বিষয়ে এলপিএলের এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, এর আগেও আমরা এমন পরিস্থিতির মোকাবিলা করেছি। নির্ধারিত সূচিতেই এলপিএল মাঠে গড়াবে। টুর্নামেন্ট শুরুর আগে আমরা নতুন ফ্র্যাঞ্চাইজি খোঁজার চেষ্টা করবো। যদি না পাই তাহলে আমরাই এই দলকে চালাবো। এর আগেও আমাদের দু’টি দল চালানোর অভিজ্ঞতা হয়েছে। এবারও আর্থিক ক্ষতির ধাক্কা সামলাতে আমরা প্রস্তুত।

এই দলটি এখন যারাই পরিচালনার দায়িত্বে থাকুক না কেন, ডাম্বুলা থান্ডার্সের নাম পরিবর্তন করা হবে। শুধু ক্রিকেটারদের তালিকা একই থাকবে। পাঁচ দল নিয়ে আগামী ১ জুলাই থেকে মাঠে গড়াবে এলপিএলের নতুন মৌসুম। আর ২১ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আসরটির পর্দা নামবে।

আরও পড়ুন: আইপিএলে লজ্জার রেকর্ড গড়লো কোহলির বেঙ্গালুরু 

ক্রিফোস্পোর্টস/২৩মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট