Connect with us
ফুটবল

২ মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন লুকাস পাকেতা

lucas paqueta
লুকাস পাকেতা। ছবি- সংগৃহীত

শনির দশা কাটছে না ব্রাজিল ফুটবল দলের। গত অক্টোবরে ইনজুরিতে পড়ে কয়েক মাসের জন্য দল থেকে ছিটকে গেছেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার। এবার হাঁটুর চোটে পড়ে কমপক্ষে ২ মাসের জন্য ছিটকে গেলেন ব্রাজিল ও ওয়েস্টহ্যাম ইউনাইটেডর মিডফিল্ডার লুকাস পাকেতা। ইংলিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্যটি নিশ্চিত করেছে।

গত রবিবার (৭ জানুয়ারি) এফএ কাপের ম্যাচে ব্রিস্টল সিটির মুখোমুখি হয় ওয়েস্টহ্যাম ইউনাইটেড। ম্যাচের শুরুতেই পাকেতার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন জারড বোয়েন। তবে পুরনো চোট নতুন করে জেগে ওঠায় ম্যাচের মাত্র ১৪ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় পাকেতাকে।

চলতি মৌসুমে ওয়েস্টহ্যামের হয়েছে দুর্দান্ত খেলেছেন পাকেতা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে ৫ গোল ও ৬ অ্যাসিস্ট রয়েছে এই সেলেসাও তারকার। প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে ওয়েস্টহ্যাম। এখন পর্যন্ত ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে ডেভিড ময়েসের দলটি।

কয়েকদিন আগেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ তার পদ ফিরে পান। পদ ফিরে পেয়েই দীর্ঘদিনের কোচ সমস্যা নিয়ে সুখবর দেন ব্রাজিলকে। তবে ইউরোপীয় কোচ নয়, দেশীয় কোচ দরিভাল জুনিয়রকে দিয়েই এগোতে চায় ব্রাজিল।

এবছর মাঠে গড়াবে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। কাতার বিশ্বকাপের হতাশা কাটিয়ে নতুন এই কোচের অধীনে ঘুরে দাঁড়াতে চাইবে ব্রাজিল। তবে নেইমার ও পাকেতাকে রেখেই আপাতত দল সাজাতে হবে এই কোচকে।

আরও পড়ুন: পুরনো বন্ধুকে ১ কোটি ৮০ লাখ টাকা পাঠালেন নেইমার 

ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল