হার দিয়ে এবারের আইপিএল আসর শুরু করেছিল লোকেশ রাহুলের লখনৌ সুপার গায়ান্টস। তবে পরের তিন ম্যাচে টানা জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। নিজেদের চতুর্থ ম্যাচে গুজরাট টাইটান্সকে ৩৩ রানে হারিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার তিন নম্বরে।
রবিবার(৭ এপ্রিল) নিজেদের চতুর্থ ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয় লখনৌ সুপার জায়ান্টস। নিজেদের ঘরের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৬৩ রানের পুজি পায় দলটি। জবাবে ১৮.৫ ওভার খেলে ১৩০ রানেই গুটিয়ে যায় গত আসরের ফাইনালিস্ট গুজরাট টাইটান্স।
এদিন ব্যাট করতে নেমেই শুরুতে হোঁচট খায় লখনৌ। ৬ রানের মাথায় কুইন্টন ডি কক উমেশ যাদবের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর ১৮ রানের আবারও আঘাত উমেশ যাদবের। এবার ৭ রানে আউট করেন দেবদত্ত পাডিক্কাল৷
পরপর উইকেটে পতনে লখনৌর ব্যাটিংয়ের দায়িত্ব নেন অধিনায়ক কে এল রাহুল ও মার্কাস স্টোয়েনিস। দুজনের মন্থর গতি জুটি থেকে আসে ৬২ বলে ৭৩ রান৷ ৩১ বলে ৩৩ রান করেন রাহুল৷ স্টোয়নিসের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৫৮ রান৷ শেষ দিকে নিকোলাস পুরানের ২২ বলে ৩২ ও আয়ুশ বাদুনির ১১ বলে ২০ রানে ভর করে গুজরাটের সামনে ১৬৩ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় লখনৌ।
গুজরাটের হয়ে উমেশ যাদব ও দর্শন নালকাণ্ডে নেন দুটি করে উইকেট৷ একটি উইকেট নেন রাশিদ খান৷ কোনো উইকেট না পেলেও বল ভীষণ কৃপণ ছিলেন আরেক আফগান লেগ স্পিনার নূর আহমেদ৷ ৪ ওভারে হাত ঘুরিয়ে ২২ রান দেন তিনি৷
জবাবে ব্যাট হাতে দারুণ শুরু করে দুই গুজরাট ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শন। দুজনের জুটি থেকে আসে ৩৯ বলে ৫৪ রান৷ তবে উদ্বোধনী জুটি ভাঙ্গার পর উইকেট হারানোর মিছিলে নামে দলটি। পরাস্ত হয় একে একে সকল ব্যাটাররা। শেষ পর্যন্ত ১৩০ রান তুলেই গুটিয়ে যায় শুবমান গিলের দল। শুরুতে সাই সুদর্শন ৩১ এবং শেষদিকে রাহুল তেয়াতিয়া ৩০ রান করেন।
লখনৌর হয়ে ইয়াশ রবিসিং ঠাকুর ৫টি উইকেট শিকার করেন। এছাড়া ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া।
আরও পড়ুন: টানা তিন হারের পর অবশেষে জয়ের দেখা পেল মুম্বাই
ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৪/টিএইচ/এমটি