Connect with us
ক্রিকেট

ম্যাচ জিতিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা তুলে ধরলেন মাহেদী

Sheikh Mahedi Hasan
শেখ মাহেদী হাসান। ছবি- ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। প্রথম ম্যাচে আজ শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ৭ রানের জয় পায় টাইগাররা। যেখানে টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ার সেরা বোলিং করে বাংলাদেশকে জয় এনে দিতে বিশেষ ভূমিকা পালন করেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী হাসান।

এদিন আগে ব্যাট করে ১৪৭ রানের মাঝারি সংগ্রহ পায় বাংলাদেশ। এই রান ডিফেন্ড করতে এসে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ধসিয়ে দেন মাহেদী হাসান। মাত্র ১৩ রান খরচায় তিনি তুলে নিয়েছেন উইন্ডিজদের গুরুত্বপূর্ণ ৪ উইকেট। এতেই জয়ের আশা খুঁজে পায় বাংলাদেশ।

এমন পারফরম্যান্সের পর ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতাকে তুলে ধরলেন মাহেদী। ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে সম্প্রচারকারী মাধ্যমকে জানান গ্লোবাল সুপার লিগে খেলার অভিজ্ঞতাকে ভালোভাবে কাজে লাগিয়েছেন তিনি। তাই উইকেটের চরিত্র বুঝে ভালো বোলিং করার আত্মবিশ্বাস পেয়েছেন তিনি।

ম্যাচ জয়ের পর নিজেদের নির্ধারিত প্রসেস অনুসরণ করার কথা জানান মাহেদী হাসান, ‘আমরা আমাদের প্রসেস অনুযায়ী খেলা চালিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এর আগেও পাওয়ার প্লেতে বোলিং করার অভিজ্ঞতা রয়েছে আমার। আমি আমার শক্তিমত্তাকে কাজে লাগানোর চেষ্টা করেছি এবং সফলতা পেয়েছি।’

আরও পড়ুন:

» ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিজয়ের সকাল রাঙালো বাংলাদেশ

» শেষ দুই মিনিটের নাটকীয়তায় ম্যানচেস্টার ডার্বি জিতল ইউনাইটেড

সম্প্রতি রংপুর রাইডার্সের হয়ে এই অঞ্চলে গ্লোবাল সুপার লিগ খেলেছেন মাহেদী হাসান। সেখানেও দলের শিরোপা জয় পারফর্ম করেছেন এই টাইগার অলরাউন্ডার। সেই অভিজ্ঞতার কথা তুলে মাহেদী বলেন, ‘আমি আগেও এখানে গ্লোবাল সুপার লিগ খেলেছি। তাই উইকেট কেমন ব্যবহার করবে তা জানা ছিল। ইনিংসের মাঝে শামীমের সঙ্গে জুটি গড়ার ভালো চেষ্টা ছিল।’

এর আগে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে ভালো পারফরমেন্স করেছিলেন মাহেদী হাসান। টুর্নামেন্টের ফাইনালে ২ উইকেটসহ পাঁচ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন এই স্পিন অলরাউন্ডার। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচেই ৪ উইকেট শিকার করলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার নামের পাশে রয়েছে ৫০ ইনিংসে ৪২ উইকেট।

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট