Connect with us
ক্রিকেট

আইপিএলে মাঠে নেমেই বিরল কৃতিত্ব গড়লেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি
আইপিএল ইতিহাসে একটি দলের ২০০ ম্যাচ নেতৃত্ব দেওয়ার বিরল কৃতিত্ব গড়লেন ধোনি

জাতীয় দল কিংবা ক্রিকেট লিগ সব খানেই মহেন্দ্র সিং ধোনিকেই যেন নেতৃত্ব দিতে হবে। এর সুফলও পেয়েছে ভারত, এতে পিছিয়ে নেই আইপিএলও।

এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ইতিহাসে অধিনায়ক হিসেবে কোনো একটি দলের ২০০ ম্যাচ নেতৃত্ব দেওয়ার বিরল কৃতিত্ব গড়লেন ধোনি।

আজ মাইলফলক ছোঁয়ার দিনে স্বীকৃতি-স্মারক তুলে দেওয়া হয় ধোনির হাতে।

এদিকে আইপিএলের পাশাপাশি জাতীয় দল মিলে মোট ৩০৯টি টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে এ পর্যন্ত কেউই ৩০০ ম্যাচ অধিনায়কত্ব করেননি। এ রেকর্ডের ধারে কাছেও কেউ নেই।

আইপিএল ২০০৮ সালে যাত্রা শুরু করে। সেই প্রথম আসর থেকে চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন ধোনি। তবে গত আসরে নিজেই নেতৃত্ব ছেড়েছিলেন। ওই সময় দায়িত্ব দেওয়া হয় জাদেজাকে। কিন্তু মাঝপথেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে আবারও ধোনি অধিনায়ক করা হয়।

 এ প্রসঙ্গে রবীন্দ্র জাদেজা বলেন, ধোনি একজন কিংবদন্তি। শুধু চেন্নাই সুপার কিংস নয়, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিও। ধোনিকে শুভেচ্ছা জানাই। ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে সংবর্ধনাও দেওয়া হয়েছে ধোনিকে।

আরও পড়ুন: আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে তিন টাইগার ক্রিকেটারের উন্নতি

ক্রিফোস্পোর্টস/১২এপ্রিল২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট