ফর্ম হারিয়ে ফেলায় এশিয়া কাপের মূল দল এমনকী রিজার্ভ দলেও ঠাঁই হয়নি মাহমুদউল্লাহর। তবে তাকে রাখা হয়েছে বিকল্প হিসেবে। বিকল্প কয়েকজন খেলোয়াড়কে আলাদা অনুশীলনও করানো হচ্ছে মিরপুরে।
বিকল্প খেলোয়াড়দের প্রস্তুতির জন্য চন্দিকা হাতুরাসিংহের এই অনানুষ্ঠানিক বিশেষ অনুশীলনে নাম রয়েছে মিস্টার ফিনিশার খ্যাত রিয়াদের। বিসিবির কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে ৮-৯ জন ক্রিকেটারকে নিয়ে এই ক্যাম্প করা হচ্ছে।
এই বিশেষ অনুশীলনে নাম থাকলেও শুরু থেকে মাহমুদউল্লাহকে দেখা যায়নি। কিছু সংবাদমাধ্যমের সৌজন্যে গুঞ্জন রটে, অভিমান করেই নাকি আসছেন না মাহমুদউল্লাহ। তবে সেইসব গুঞ্জন উড়িয়ে আজ তিনি মাঠে এলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন মাহমুদউল্লাহ। তাই বিশেষ অনুশীলনে আসতে দেরি হয়েছে তাঁর। তবে আজ বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় ফিল্ডিং অনুশীলন করতে দেখা গেছে রিয়াদকে।
এশিয়া কাপের কোনো ক্রিকেটার যদি ইনজুরিতে পড়েন, বা অন্য কোনো কারণে খেলতে না পারেন, সেক্ষেত্রে বিকল্প প্রস্তুত রাখতেই মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাইফ হাসান, তাইজুল ইসলামদের বিশেষ অনুশীলন করানো হচ্ছে। চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা তামিম ইকবালও একই সাথে অনুশীলন করছেন মিরপুরে।
আরও পড়ুন: এশিয়া কাপে খেলবেন বিশ্বকাপ জয়ী পাঁচ টাইগার ক্রিকেটার
ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৩/এমএইচ