বিশ্বকাপে বাংলাদেশ দল হতাশ করলেও সেই হতাশার দলে যোগ দেননি মাহমুদুল্লাহ রিয়াদ। একে একে সব ব্যাটারদের ব্যার্থতার ভীড়ে সফলতার মশাল হাতে দাড়িয়ে ছিলেন তিনি। আর সেই সফলতার ধারাবাহিকতায় এবার আইসিসি থেকেও পেলেন সুখবর।
চলমান ওয়ানডে বিশ্বকাপের মাঝেই সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বুধবার (১ নভেম্ভর) আইসিসির প্রকাশিত এই র্যাঙ্কিয়ে ব্যাটারদের তালিকায় দুইধাপ উন্নতি করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৪৯ নাম্বারে উঠে আসা রিয়াদের রেটিং পয়েন্ট ৫৪৬।
তবে ব্যাটারদের তালিকায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্থানে থাকা মুশফিক পিছিয়েছেন পাঁচ ধাপ। ৬১০ রেটিং পয়েন্ট নিয়ে ৩১ নাম্বারে নেমে গেছেন তিনি। ব্যাটারদের তালিকায় বরাবরের মতোই প্রথম স্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। আর দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের শুভমান গিল।
ব্যাটারদের তালিকার শীর্ষে তেমন পরিবর্তন না হলেও বলারদের তালিকায় কিছুটা পরিবর্তন হয়েছে। বিশ্বকাপে পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করা শাহিন শাহ আফ্রিদি এক ধাপ এগিয়ে উঠে এসেছেন শীর্ষস্থানে। আর এক ধাপ পিছিয়ে দুইয়ে চলে গেছেন অজি পেসার জশ হ্যাজেলউড।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় কত টাকা?
ক্রিফোস্পোর্টস/০১নভেম্বর২৩/এমটি