Connect with us
ক্রিকেট

মাহমুদউল্লাহ ছুটি কাটাতে গেছেন, মনে করেন ওয়াসিম আকরাম

Mahmudullah Riyad and Wasim Akram
মাহমুদউল্লাহকে নিয়ে কথা বললেন ওয়াসিম আকরাম। ছবি- সংগৃহীত

শিরোপা জয়ের প্রত্যাশার কথা জানিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। তবে প্রথম দুই ম্যাচ হেরে সবার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে টাইগাররা। তারপর থেকেই আলোচনা চলছে দলের সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা নিয়ে। এবার সেই তালিকায় যোগ দিলেন পাক কিংবদন্তী ক্রিকেটার ওয়াসিম আকরাম।

পাকিস্তানি এক গণমাধ্যমে বাংলাদেশ দল নিয়ে আলোচনা করেছেন দেশটির সাবেক তারকা অধিনায়ক। যেখানে তিনি মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে সরাসরি কথা বলেছেন। এছাড়া ওয়ানডে ফরম্যাট থেকে সিনিয়র কিছু নাম সরানোর পরামর্শ দিয়েছেন ওয়াসিম আকরাম। যেখানে তিনি তরুণ উদীয়মান ক্রিকেটার দেখতে চান তিনি।

এদিকে সোমবারের নিউজিল্যান্ড ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ মিস নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা। সেই প্রেক্ষিতে এই টাইগার ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করেছেন ওয়াসিম আকরাম, ‘ওটা একেবারেই হাতের ক্যাচ। মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে। এখন তার ব্যাটও হচ্ছে না, বোলিংও হচ্ছে না।’

আরও পড়ুন:

» বাংলাদেশের বিপক্ষে ‘নাটক’ নিয়ে যা বললেন আফগান তারকা

» ৩০ বছরের অপেক্ষা ৪ দিনেই ম্লান, ক্ষোভ ও হতাশা পাকিস্তানে

‘এটা বাংলাদেশ ক্রিকেটে শেখার সুযোগ। তারা মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিমের মতো খেলোয়াড় নিয়ে এসেছে, যাদের বয়স ৩৯ আর ৩৭ বছর। তবে সাদা বলের ক্রিকেট ভয়ডরহীন খেলা। এখানে তরুণ ক্রিকেটারদের খেলান। অভিজ্ঞদের চাইলে লাল বলের ক্রিকেটে ব্যবহার করতে পারেন। বাংলাদেশের এখন এটা নিয়ে ভাবা উচিত, যেন আগামী বছরের টি-২০ বিশ্বকাপের একটা দল তৈরি করতে পারে।’ যোগ করেন ওয়াসিম আকরাম।

প্রসঙ্গত, বাঁচা মরার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে ৫ উইকেটে পরাজিত হয়েছে শান্ত বাহিনী। আর এতেই এক ম্যাচ বাকি থাকতে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিক ভাবে ছিটকে গেছে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট