এ বছরের শুরুতেই ৩৭ এ পা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের শেষ সময়ে রয়েছেন তিনি। বয়সটাও যেন সেই কথাই বলে। এবার তারই ইঙ্গিত পাওয়া গেল আইসিসির প্রকাশিত একটি ভিডিওতে।
অনেক জল্পনা-কল্পনা পর এবারের বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফিটনেসের কারণে এশিয়া কাপের দল থেকে বাদ পড়ে যাওয়া রিয়াদ বিশ্বকাপে এসে প্রমাণ করে দিলেন তিনি এখনো দলে খেলার যোগ্য।
আইসিসি ইভেন্ট পেলেই মাহমুদুল্লাহ জ্বলে ওঠেন এক অন্য শক্তিতে। তবে এবার তিনি তার শেষ বিশ্বকাপ খেলছেন তারই ইঙ্গিত দিলেন আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে।
আইসিসির প্রকাশিত একটি ভিডিওতে রিয়াদ বলেন, ২০০৭ সালে অভিষেকের পর দীর্ঘদিন হয়ে গেল খেলছি। আইসিসির আসর গুলোতে সেঞ্চুরি করেছি চারটি। যার ফলে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়।
তবে এটিই হতে পারে আমার শেষ বিশ্বকাপ। ২০২৭ বিশ্বকাপে আমার বয়স হবে ৪১। তখন আমি খেলতে পারবো না এটাই স্বাভাবিক। তবে খুব শীঘ্রই বা কয়েকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে হবে।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটে এক ভরসার মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ মুহূর্তে ভালো ব্যাটিং করে দলকে জিতিয়েছেন অনেকবার। মাঝে মাঝে বল হাতেও এনে দিয়েছেন উইকেট। তবে এবার সময় ফুরিয়ে এসেছে ‘সাইলেন্ট কিলার’ খ্যাত এই প্লেয়ারের। এই বিশ্বকাপের শেষই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।
আরও পড়ুন: নাটকীয় ম্যাচে শেষ হাসি প্রোটিয়াদের, স্বপ্ন ভাঙছে বাবরদের
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৩/এমটি/এসএ