আজ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে তার আগে গতকাল সমস্ত আলো নিজের দিকে কেড়ে নেন অভিজ্ঞ টাইগার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। ভারত সিরিজের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন এই লোয়ার অর্ডার ব্যাটার।
দীর্ঘদিন যাবত বাংলাদেশের ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন রিয়াদ। তাকে মনে করা হয় দেশের ইতিহাসে অন্যতম সেরা ফিনিশার ব্যাটার। তবে চলমান এই সিরিজের পর তিনি সংক্ষিপ্ত এই ফরমেট থেকে সরে দাঁড়ানোর পর কে পালন করবেন তার এই মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব, উঠছে এমন প্রশ্ন।
এবার সেই প্রশ্নের জবাব মাহমুদউল্লাহ রিয়াদ দিয়েছেন নিজেই। তিনি মনে করেন জাতীয় দলে তার জায়গা পূরণ করার মত অনেক ক্রিকেটারই রয়েছে। অবসর ঘটনার পর ক্রীড়াভিত্তিক এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটা জানান রিয়াদ। এছাড়া এই দায়িত্ব পালন করতে গেলে বাইরের সমালোচনাকে গায়ে না লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।
ফিনিশার হিসেবে খেলা কতটা চ্যালেঞ্জিং তা উল্লেখ করে মাহমুদউল্লাহ বলেন, ‘ফিনিশার ভূমিকার কথা যদি চিন্তা করি… ৬-৭ এ ব্যাট করা টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কঠিন কাজের একটা। আপনি পাঁচ ইনিংস খেললে তিনটাতে ব্যর্থ হবেন। একটাতে হয়তো ভালো ব্যাট করে দলকে জিতিয়ে আনবেন, আবার একটাতে মোটামুটি খেলবেন।’
আরও পড়ুন:
» কোন নাটক চলবে না, চ্যাম্পিয়ন্স ট্রফি স্মরণীয় করতে চায় পাকিস্তান
» কোন নাটক চলবে না, চ্যাম্পিয়ন্স ট্রফি স্মরণীয় করতে চায় পাকিস্তান
তাই ফিনিশার হিসেবে সমালোচনার শিকার হলেও সেই বিষয় মাথায় না রেখে খেলার পরামর্শ দিয়েছেন তিনি, ‘ওই পজিশনে ব্যাটারের এটাই কাজ (আগ্রাসী ব্যাটিং)। দল, টিম ম্যানেজমেন্ট ও বোর্ডকে এটাতে সমর্থন দিতে হবে। বাইরে যত কথাই হোক, মিডিয়া যতই যা বলুক, ওই জিনিসগুলো বাদ দিতে হবে।’
রিয়াদের শূন্যস্থান পূরণে কোন ক্রিকেটার হতে পারেন বিকল্প সেই প্রশ্নে তিনি নিজে বলেন, ‘অনেকগুলো নামই আছে এখানে। জাকির আলী অনিক আছে, শামীম হোসেন পাটোয়ারী আছে, আফিফ আছে, ইয়াসির আলী আছে। আরও কয়েকজন ডোমেস্টিক প্লেয়ার আছে যারা সম্ভবত সক্ষম। তবে সেটা সময়ই বলে দেবে।’
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৪/এফএএস