Connect with us
ক্রিকেট

অদ্ভুত রেকর্ড গড়লেন মাহমুদউল্লাহ

Mahmudullah Riyad
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

আইসিসির বৈশ্বিক আসরে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল নাম মাহমুদউল্লাহ রিয়াদ৷ ভারতে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপে দলের সবাই যখন ছন্দহীন, তখন মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন একেবারেই ব্যতিক্রম৷ ব্যাটে হাতে একাই ছিলেন দলের ত্রাণকর্তা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাট হাতে উজ্জ্বল মাহমুদউল্লাহ। মিডল-অর্ডারে তাওহীদ হৃদয়ের সাথে তিনিও রয়েছেন দারুণ ছন্দে। গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন ম্যাচজয়ী ইনিংস৷ তবে সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যর্থ হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার৷ একই সঙ্গে এক অদ্ভুত রেকর্ডও গড়লেন তিনি৷

ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ছয়বার প্রতিপক্ষ বোলারদের হাটট্রিকের অংশ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ৷ এর মধ্যে টি-টোয়েন্টিতে তিনবার, ওয়ানডেতে দুবার ও টেস্টে একবার।

আজ এন্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অজি পেসার প্যাট কামিন্সের হ্যাটট্রিকের অংশ হয়ে সর্বোচ্চ ছয় বার এ রেকর্ডের অংশীদার হলেন রিয়াদ৷ কামিন্সের টানা তিন বলে উইকেট নেওয়ার পথে প্রথম শিকার মাহমুদউল্লাহ। কামিন্সের১৮তম ওভারের পঞ্চম বলে অফস্টাম্পের বাইরের বল পুল করতে গিয়ে মাহমুদউল্লাহ বল টেনে আনেন স্টাম্পে। ষষ্ঠ বলে আউট হন শেখ মাহেদী। এরপর ২০তম ওভারের প্রথম বলে তাওহিদ হৃদয়ের উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন কামিন্স৷

এর আগে ২০২১ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের অংশ হন মাহমুদউল্লাহ। সেবারও নাথান এলিসের অভিষেক ম্যাচে করা হ্যাটট্রিকের প্রথম শিকার ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ৷ এছাড়া, চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লঙ্কান পেসার নুয়ান থুসারার
হ্যাটট্রিকের শিকার হয়েছেন রিয়াদ৷

আরো পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ৭ বোলারের হ্যাট্রিকের কীর্তি আছে

এর আগে ২০১৫ সালের ঘরের মাঠে দক্ষিণ
আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে কাগিসো রাবাদার এক দুর্দান্ত হ্যাটট্রিকের প্রথম অংশীদার হয়েছিলেন মাহমুদউল্লাহ।

তিন বছর পর ২০১৮ সালে শ্রীলঙ্কা-বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজে আবারও হ্যাটট্রিকের অংশ হয়েছিলেন রিয়াদ। সেবার বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা৷

টেস্টে অবশ্য একবারই এমন আক্ষেপের জন্ম দিয়েছিলেন রিয়াদ৷ ২০২০ সালে রাওয়ালপিন্ডি টেস্টের শেষ বিকেলে নাসিম শাহর টানা তিন উইকেটের শেষ উইকেটের অংশ ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ক্যারিয়ারে বিভিন্ন সময়ে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা মাহমুদউল্লাহ রিয়াদের জন্য এই রেকর্ড অদ্ভুত তো বটেই, সেই সঙ্গে আক্ষেপেরও৷

 

ক্রিফোস্পোর্টস/২১জুন২৪/টিএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট