আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আজ (সোমবার) মাঠে নেমেছে বাংলাদেশ। একপ্রকার অঘোষিত এই ফাইনালে প্রথমে ব্যাট করে মাহমুদউল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে টাইগাররা। তবে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন মাহমুদউল্লাহ।
শারজায় টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৯৮ রান এসেছে মাহমুদউল্লাহর ব্যাট থেকে। এছাড়া ৬৬ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
এদিন আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে ৫০ বলে ৫৩ রান যোগ করেন সৌম্য-তামিমরা। তবে দারুণ খেলতে থাকা সৌম্য আজও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে আউট হওয়ার আগে ২৩ বলে ২৪ রানের দারুণ এক ইনিংস খেলেন এই ওপেনার।
আরও পড়ুন:
» অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই মিরাজের অর্ধশতক
» উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন শান্ত
তবে সৌম্য ফেরার পরই হোঁচট খায় বাংলাদেশ। ৫৩ রানে প্রথম উইকেট হারানোর পর ৫৮ রানের মাথায় টাইগারদের স্কোরের পাশে ৩ উইকেট। একে একে ফিরে যান ওপেনার তামিম (১৯) ও জাকির হাসান (৪)। এরপর দলের হাল ধরতে এসে ব্যর্থ হন তাওহীদ হৃদয়ও। দলীয় ৭২ রানের মাথায় মাত্র ৭ রান করে ফিরে যান এই তরুণ।
দ্রুত ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক মিরাজ এবং তাকে সঙ্গ দেন মাহমুদউল্লাহ। এই দুইয়ের কল্যাণে আবারও ম্যাচে ফিরে বাংলাদেশ। একপাশে মাহমুদউল্লাহ দ্রুতগতিতে রান তুললেও অপর পাশে কিছুটা ধীরগতিতে খেলতে থাকেন দলের দায়িত্ব কাঁধে পাওয়া মিরাজ।
মাহমুদউল্লাহ ৬৩ বলে অর্ধশত রানের মাইলফলক স্পর্শ করেন। অন্যদিকে মিরাজ এই মাইলফলক স্পর্শ করতে লেগেছে ১০৬ বল। শেষ পর্যন্ত দলীয় ২১৭ রানের মাথায় তাদের ১৪৫ রানের জুটি ভাঙেন ওমরজাই। ১১৯ বলে ৬৬ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলে ফিরে যান এই ডানহাতি ব্যাটার।
মিরাজ ফিরে যাওয়ার পর একাই দলকে টেনে নিয়ে যান রিয়াদ। তবে শেষ পর্যন্ত শতরানের মাইলফলক ছোঁয়া হয়নি তার। ইনিংসের শেষ বলে রানআউট হয়ে ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ৭চার ও ৩ ছয়ের মারে শতরানের স্ট্রাইকরেটে ইনিংসটি সাজান এই ব্যাটার।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন ওমরজাই। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ নবি ও রশিদ খান।
ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৪/বিটি