Connect with us
ক্রিকেট

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে নতুন মাইলফলক ছুঁলেন মাহমুদউল্লাহ

mahmudullah riyad
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি- গুগল

ক্যারিবীয় দ্বীপ দেশ ওয়েস্ট ইন্ডিজে চলমান ওয়ানডে সিরিজে ভালো সূচনা হয়নি বাংলাদেশের। টাইগারদের ৫ উইকেটে হারিয়ে সিরিজে লিড নিয়েছে ক্যারিবীয়রা। তিনশ ছুঁইছুঁই স্কোর গড়েও জিততে না পারার আক্ষেপের গল্প ছাপিয়ে বাংলাদেশের জন্য বেশ কিছু অর্জনও ছিল। ওপেনিং থেকে ফিনিশিং—কম বেশি সবার ব্যাটেই রান এসেছে। চারটি হাফ সেঞ্চুরি ও একটি অর্ধশতক ছুঁই ছুঁই ছিল।

ম্যাচে ফিনিশিংয়ের কাজটা বেশ ভালোভাবেই করেছিলেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ৪৩ বলে হাফ সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া এই ইনিংস খেলার পথে নতুন একটি অর্জনে নিজের নাম লিখিয়েছেন। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কা পূর্ণ করেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে নতুন এই মাইলফলক ছুঁয়েছেন দলের দীর্ঘ দিনের এই কান্ডারি।


আরও পড়ুন :

» ম্যাচ হারে যে কারণ খুঁজে পেলেন অধিনায়ক মিরাজ

» বাংলাদেশ যখন ভারতকে হারাচ্ছিল, দর্শকরা ‘তাকবির’ দিচ্ছিল (ভিডিও)


রোববার মাঠে নামার আগে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ছক্কা সংখ্যা ছিল ১৯৭টি। এই ম্যাচে ৪৪ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ৩৮ বছর বয়সী ক্রিকেটার। তিনটি করে চার ও ছক্কায় মোড়ানো ছিল নান্দনিক এই স্কোরটি। ২০০ ছক্কা হাকাতে ৪৩০ ইনিংস খেলতে হয়েছে মাহমুদউল্লাহকে। টেস্ট ও ওয়ানডেতে মাহমুদউল্লাহর ছক্কা ২৪ ও ৯৯টি। এছাড়া টি-টোয়েন্টিতে ছক্কা হাকিয়েছেন ৭৭টি।

Mahmudullah Riyad

মাহমুদউল্লাহ রিয়াদ (Mahmudullah Riyad)। ছবি- গুগল 

এদিকে ৪৪৮ ইনিংস খেলা তামিম ইকবালের রয়েছে ১৮৮টি ছক্কা। এছাড়া ৫২১ ইনিংস খেলে ১৭৩ বার ছক্কা হাকিয়েছেন মুশফিক। এছাড়াও ৪৯১ ইনিংসে ১৩৫ বার বল হাওয়ায় ভাসিয়ে গ্যালারিতে পাঠিয়েছেন সাকিব আল হাসান। এরপরেই আছেন লিটন কুমার দাস। তিনি হাকিয়েছেন ১১৯ ছক্কা।

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট