Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহ রিয়াদের

Mahmudullah Riyad
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি- আইসিসি

গেল ২৪ ঘন্টা যাবতই ক্রিকেট পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। জানা যায় এই বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করবেন রিয়াদ। এবার নিজের মুখেই বিদায়ের ঘোষণা দিলেন দেশ সেরা এই ফিনিশার।

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই আলোচনায় ছিলেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। অনেকে মনে করছিলেন সংক্ষিপ্ততম এই ফলমেটে অবসরের সময় হয়ে এসেছে তার। এবার রিয়াদ জানালেন চলমান ভারত সিরিজ শেষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন তিনি।

তবে হুট করেই এমন সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অবসরের বিষয়টি নিয়ে নির্বাচকসহ বোর্ড কর্তা ও দলের সতীর্থদের সঙ্গে আলোচনা করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তারপর আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে এক সংবাদ সম্মেলনে অবসর ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন: 

» ইনিয়েস্তাকে নিয়ে আবেগপ্রবণ বার্তা দিলেন লিওনেল মেসি

» অক্ষর প্যাটেলের পরিবারে আসছে নতুন সদস্য

আর এরই সাথে বাংলাদেশের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সমাপ্তি ঘটলো পঞ্চপান্ডব অধ্যায়ের। যেখানে সবশেষ সাকিব আল হাসানসহ, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম বিদায় বলেছিলেন আগেই। এবার শেষ পাণ্ডব হিসেবে ২০ ওভারি ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা আসল রিয়াদের কাছ থেকে।

Mahmudullah

২০০৭ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের। এরপর দীর্ঘ ১৭ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৩৯টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ৮ ফিফটির সঙ্গে ২৩.৪৮ গড় এবং প্রায় ১১৮ স্ট্রাইকরেটে তিনি ২৩৯৫ রান করেছেন। এ ছাড়া বল হাতে শিকার করেন ৪০ উইকেট।

ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট