এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের জার্সিতে সংক্ষিপ্ততম ফরমেটকে বিদায় বলেছেন দেশের ক্রিকেটের অন্যতম এই ফিনিশার ব্যাটার।
এর আগে গতকাল থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে পারেন রিয়াদ। আজ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজের ১৭ বছরের টি টোয়েন্টি ক্যারিয়ারের সমাপ্তি টানার ঘোষণা দিয়েছেন তিনি নিজেই। চলমান ভারত সিরিজ হতে যাচ্ছে এই অভিজ্ঞ ক্রিকেটারের শেষ টি-টোয়েন্টি সিরিজ।
সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেওয়ার পর দেশের এক ক্রীড়া সম্প্রচারকারী মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানে তিনি কথা বলেছেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া তার ক্রিকেট ভক্তদের জন্য দিয়েছেন বিদায়ী বার্তা।
পারফরম্যান্সের তুলনায় নিজের প্রাপ্য ভালোবাসা টুকু পেয়েছেন কিনা এমন প্রশ্নে রিয়াদ বলেন, ‘নাহ, আলহামদুলিল্লাহ! যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি কখনও অভিযোগ করার চেষ্টা করি না। যতটুকু (সুযোগ) পাই, চেষ্টা করি দলের জন্য, দেশের জন্য, সবার জন্য। আমার আফসোসের কোন জায়গা নাই।’
নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা মোমেন্ট হিসেবে নিদহাস ট্রফিকে উল্লেখ করেছেন মাহমুদউল্লাহ। যেখানে শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরতে বড় ভূমিকা রেখেছিলেন এই লোয়ার অর্ডার ব্যাটার। এরপরেই তার ভক্তদের জন্য বার্তা দিয়েছেন এই টাইগার ক্রিকেটার।
আরও পড়ুন:
» মাহমুদউল্লাহর কোন ইনিংসের কথা আজও আপনার মনে পড়ে?
» মাহমুদউল্লাহ রিয়াদের বর্ণাঢ্য টি-টোয়েন্টি ক্যারিয়ার
সকলকে ধন্যবাদ জানিয়ে রিয়াদ বলেন, ‘ টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার এটাই সঠিক সময় ছিল বলে মনে করে। আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এখন হয়তো টি-টোয়েন্টি ছেড়েছি, তবে ইনশাআল্লাহ আমি ওয়ানডে ক্রিকেট সামনেও চালিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং আশা করি আমাদের আবারও দেখা হবে।’
তার শূন্যস্থান পূরণে কোন ক্রিকেটার হতে পারেন বিকল্প সেই প্রশ্নে রিয়াদ বলেন, ‘অনেকগুলো নামই আছে, জাকির আলী অনিক আছে, শামীম হোসেন পাটোয়ারী আছে, আফিফ আছে, ইয়াসির আলী আছে, আরও কয়েকজন ডোমেস্টিক প্লেয়ার আছে যারা সম্ভবত সক্ষম। তবে সেটা সময়ই বলে দেবে।’
মাহমুদউল্লাহ রিয়াদের আগে ভারত সফরের টেস্ট সিরিজের মাঝে টি-টোয়েন্টি ফরমেট থেকে সবশেষ বিদায় নিয়েছিলেন সাকিব আল হাসান। এর আগে মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল অবসর নিয়েছিলেন সংক্ষিপ্ত ফরমেটের এই ক্রিকেট থেকে। এতে করে সমাপ্তি ঘটেছে বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপান্ডব অধ্যায়ের।
ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৪/এফএএস