Connect with us
ক্রিকেট

দিল্লিতে হঠাৎ মাহমুদউল্লাহর মুখে মাস্ক কেন?

বিশ্বকাপ খেলতে দিল্লিতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। একের পর এক ম্যাচ হারে বিধ্বস্ত টাইগাররা টিম হোটেল থেকে বাইরে বের হচ্ছে মাস্ক পরে। করোনাকালের মতো মাস্ক পড়ার বাধ্যবাধকতা এখন নেই। তবুও শুক্রবারে ইন্ডিয়া গেটের পার্শ্ববর্তী শাহি মসজিদে জুমার নামাজের পর মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা গেল মাস্ক পরিহিত অবস্থায়।

মূলত দিল্লিতে বায়ু দূষণের মাত্রা ক্রমাগত খারাপ হওয়ায় নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহার করছেন সাকিব-মাহমুদউল্লাহরা। বাতাসের মান খারাপ হওয়ায় এরই মধ্যে কিছু খেলোয়াড় কাশিতে আক্রান্ত হয়েছে। গতকাল সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায় বায়ু দূষণের কারণে।

আগামীকাল শ্রীলঙ্কা বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে অনুশীলন বাতিল করার পাশাপাশি বাইরে গেলে মাস্ক পরার নির্দেশনা দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের জানান, অনুশীলন ছিল আমাদের, কন্ডিশনের কারণে আর ঝুঁকি নিইনি। যেহেতু আরও দুদিন আছে। দিল্লির এয়ার কোয়ালিটির কারণে আজ অনুশীলন বাতিল। কাল বাইরে অনেকে কফিং সমস্যায় ভুগেছে। একটা ঝুঁকি তো আছেই যেন শরীর খারাপ না হয়।

যেহেতু শ্রীলঙ্কা ম্যাচের আগে আর একদিন সময় হাতে আছে, তাই বাতাসের মান ভালো না হলে কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েই অনুশীলন করতে হবে টিম টাইগারদের। এমন পরিস্থিতিতে সুজন আরো বলেন, ‘কাল (শনিবার) ভালো হলে তো ভালো, না হলে এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। কাল ট্রেনিং করতেই হবে। তবে চাই সবাই ফিট থাক। একটা ঝুঁকি তো আছেই, যেন শরীর খারাপ না হয়।’

আরও পড়ুন: সহজ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি

ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৩/এফএস/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট