Connect with us
ক্রিকেট

বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরছেন মাহমুদুল্লাহ রিয়াদ?

মাহমুদুল্লাহ সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালে। ছবি- সংগৃহীত

২০২১ সালেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাদা বলের ওয়ানডে সংস্করণে নিয়মিত হলেও টি-টোয়েন্টিতে অনেকটাই অনিয়মিত মাহমুদুল্লাহ। তবে ক্রিকেটের এই ক্ষুদ্র সংস্করণকে এখনও বিদায় না জানালেও দলে জায়গা হারিয়েছেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক।

মাহমুদুল্লাহ সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালে এশিয়া কাপে। এরপর আর টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি তার। গত ওয়ানডে বিশ্বকাপেও অনেক নাটকীয়তার পর জায়গা করে নেন এই অলরাউন্ডার। এরপর বিশ্বকাপে ব্যাট হাতে বনে যান বাংলাদেশের সেরা পারফরমার। এবার টি-টোয়েন্টি দলেও ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আগামী বছরের জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মাহমুদুল্লাহ ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহকারী নির্বাচক হাবিবুল বাশার।

আজ (শনিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাশার। মাহমুদুল্লাহর টি-টোয়েন্টি দলে ডাক পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘রিয়াদ টি-টোয়েন্টি ফরম্যাটে কিন্তু এখনও অবসর নেয়নি। যখন অবসর নেয়নি তখন তার সুযোগ তো সবসময় আছে। যেহেতু এখন সাদা বলের ফরম্যাট ওডিআইতে খেলছে। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবে কি না,সেটা সামনেই বলে দিতে পারব।’

‘আমরা আগে টি-টোয়েন্টি ফরম্যাটে পিছিয়ে ছিলাম। কিন্তু এখন টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম করা শুরু করেছি। সামনে ওয়ার্ল্ডকাপ আছে। সর্বশেষ টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও সিরিজ হারিয়েছিলাম আমরা। এবার নিউজিল্যান্ড গিয়ে ভালো করেছি। তো আশা করতেই পারি সামনে আরও ভালো খেলব। বিপিএল দিয়ে আমরা আশা করছি যে আরও কিছু খেলোয়াড় পাব, কারণ টি-টোয়েন্টি ফরম্যাটটাতে একটু প্রতিযোগিতা কম খেলোয়াড়দের মধ্যে। সেটা যদি তৈরি হয় তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো।’ -তিনি আরও যোগ করেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগামীকাল মাঠে নামবে টাইগাররা। সিরিজ নির্ধারনী এই ম্যাচের মধ্য দিয়েই বছর শেষ করতে যাচ্ছে টাইগাররা। এরপর জানুয়ারির ১৯ তারিখে পর্দা উঠবে  বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের।

আরও পড়ুন: একমাত্র বাংলাদেশি হিসেবে ক্রিকইনফোর বর্ষসেরা দলে নাহিদা 

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট