Connect with us
ক্রিকেট

বিসিবির চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

Mahmudullah
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ হন মাহমুদউল্লাহ

টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে চলছে নানান সমালোচনা, গুঞ্জন, জল্পনা-কল্পনা। তবে এরই মধ্যে এসেছে নতুন খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মাহমুদউল্লাহ। কোন ফরম্যাটে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য অনুরোধ করেছেন তিনি।

সোমবার (১০ মার্চ) বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে। রিয়াদ নাম প্রত্যাহার করে নেয়ায় তাকে ছাড়াই কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে বিসিবি।

বিসিবির সঙ্গে মাহমুদউল্লাহ কেন্দ্রীয় চুক্তির শর্ত গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার থাকবেন না তিনি।


আরও পড়ুন:

» ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ওমরাহ পালনে জামাল ভূঁইয়ারা

» আফগান ক্রিকেটকে নিষিদ্ধ করতে আইসিসিকে কঠোর চাপ


কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহর মতো নাম ছিল মুশফিকুর রহিমেরও। তিনি টেস্ট ও ওয়ানডে খেলবেন এটা ধরেই নাম প্রস্তাব করা হয়েছিল।

তবে মুশফিক আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নেয়ায় শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন তিনি। প্রস্তাবিত তালিকায় মুশফিক ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। তাকে নামিয়ে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হতে পারে।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক-মাহমুদউল্লাহ ব্যর্থ হন। মুশফিক দেশে ফিরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওয়ানডে থেকে অবসর ঘোষণা করলেও রিয়াদ তেমন কিছুর ঘোষণা দেননি। তিনি জানিয়েছেন মাঠ থেকেই অবসর নেবেন।

ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট