বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর এবার টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন বাংলার ক্রিকেটের আরেক কিংবদন্তি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। আজ দুপুরে দিল্লিতে দেওয়া সংবাদ সম্মেলনে তিনি এই অবসরের ঘোষণা দেন। ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজই রিয়াদের শেষ টি-টোয়েন্টি সিরিজ।
টেস্টকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। শুধু খেলে যাচ্ছিলেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট। কিন্তু আজ মঙ্গলবার (৮অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানলেন রিয়াদ। সংবাদ সম্মেলনে এসেই প্রথমে ঘোষণা দিলেন টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর।
এসময় মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজই আমার টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ সিরিজ। এই সিরিজের শেষ ম্যাচে আমি অবসর নিচ্ছি।’
মাহমুদুল্লাহর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শুরুটা হয়েছিলো ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে। আর এই দীর্ঘ ১৭ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারের অবসান ঘটলো ভারতের বিপক্ষে। এখনও পর্যন্ত ১৩৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে মাহমুদউল্লাহ রিয়াদ। যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। ১৩৯ ম্যাচে রিয়াদ ১১৭.৭৪ স্ট্রাইক রেটে ব্যাট করে রান করেছেন ২৩৯৫। গড় ২৩.৪৮। টি-টোয়েন্টি ক্রিকেটে হাফ সেঞ্চুরি করেছেন ৮টি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও তার দখলে। টি-টোয়েন্টিতে তাঁর ছয়ের সংখ্যা ৭৪টি। ৭.০৪ ইকোনোমিতে বল করে উইকেট নিয়েছেন ৪০টি। বেস্ট বোলিং ফিগার ১০ রানে ৩ উইকেট।
রিয়াদ ৪৩ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন ২০ ম্যাচে। ২০২১ সালের আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন রিয়াদ। ৮টি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে অংশ নিয়ে ৩৭ ম্যাচ খেলে করেছেন ৪৫৮ রান এবং বল হাতে নিয়েছেন ৯ উইকেট।
ইনিংসের শেষ দিকে দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচ শেষ করে আসার অনবদ্য খেলার ফলস্বরূপ পেয়েছিলেন ‘মি.ফিনিশার’ তকমাও। যদিও ক্যারিয়ারের পড়ন্ত বেলায় পারেননি সেই ফর্ম ধরে রাখতে।২০১৮ সালের নিদাহাস ট্রফিতে শেষ বলে ছক্কা মেরে দলকে জেতানো ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর স্মরণীয় ম্যাচগুলোর মধ্যে অন্যতম।
আরো পড়ুন : অবসরের ঘোষণা দিতে গিয়ে যা বললেন মাহমুদউল্লাহ
ক্রিফোস্পোর্টস/ ০৮অক্টোবর২৪/এসআর