বয়স বেড়েছে, ফুরিয়েছে পেশীর শক্তি, অবসরে যাওয়া উচিত মাহমুদুল্লাহর– কিছুদিন আগেই এমন সব কথা উঠেছিল সামাজিক মাধ্যম গুলোতে। তবে সময়ের সঙ্গে এই টাইগার ক্রিকেটার জানান দিয়েছেন, এখনও ফুরিয়ে যাননি তিনি। বুড়োর ভেলকিতে নতুন করে আসা দেখছেন দেশের ক্রিকেট ভক্তরা।
তবে মনে করা হচ্ছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বৈশ্বিক টুর্নামেন্ট। তার আগে ওয়ানডের প্রস্তুতিতে দারুন ভাবে উড়ছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। টানা চার ম্যাচে করেছেন ফিফটি। পাশাপাশি ছক্কা মারার নতুন এক রেকর্ড গড়েছেন এই টাইগার ক্রিকেটার।
গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় এবং বছরের শেষ ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে ৩২১ রানের বিশাল সংগ্রহ করেও ম্যাচ হারে টাইগাররা। এদিন ইনিংসের মাঝে পর পর কিছু উইকেট পড়ে গেলে জাকেরকে সঙ্গে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ। খেলেন ৬৩ বলে ৮৪ রানের ঝড়ো একটি ইনিংস।
আরও পড়ুন:
» বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা করল উইন্ডিজ
» অ্যাকশন পরীক্ষায় সাকিব পাস, খেলতে আর বাধা থাকল না
দারুন ঝলমলে এই ইনিংস খেলার পথে মাহমুদুল্লাহ রিয়াদ হাকিয়েছেন ৭ চার এবং ৪ ছক্কার মার। আর এতে করেই নতুন এক রেকর্ড করেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০৭ ছক্কা হাঁকানোর কীর্তি গোলেন এই ফিনিশার ব্যাটার। এই রেকর্ড করতে তিনি পেছনে ফেলেছেন এতদিন শীর্ষে থাকা তামিম ইকবালকে।
নতুন এই কীর্তি করতে মাহমুদউল্লাহ খেলেছেন ২৩৮ ম্যাচ। অপরদিকে দ্বিতীয় অবস্থানে থাকা তামিম ২৪৩ ম্যাচে হাকিয়েছেন ১০৩ ছক্কা। তৃতীয় অবস্থানে থাকা মুশফিকুর রহিম ২৭২ ম্যাচ খেলে হাকান ১০০ ছক্কা। এরপর মাশরাফি মর্তুজা ও সাকিব হাকিয়েছেন যথাক্রমে ২১৮ ম্যাচে ৬২ এবং ২৪৭ ম্যাচে ৫৪ ছক্কা।
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই অর্ধশত রান করেছেন রিয়াদ। যেখানে ধারাবাহিকভাবে তিনি খেলেছেন ৫০, ৬২ এবং সর্বশেষ ৮৪ রানের ইনিংস। এর আগে গত মাসে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৯৮ রানের এক ঝলমলে ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ।
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৪/এফএএস