Connect with us
ক্রিকেট

দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ! কারণ জানা গেল

Mahmudullah DPL iccident
ক্ষুব্ধ হয়ে গ্যালারিতে উঠে পড়েন মাহমুদউল্লাহ। ছবি- সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অঘোষিত ফাইনালে আবাহনীর কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে মোহামেডানের। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৬ উইকেটে পরাজিত হয় দলটি। এই জয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা নিশ্চিত করেছে আবাহনী।

অন্যদিকে, শিরোপার খরা বাড়িয়ে ১৫ বছরে গড়াল মোহামেডান।

তবে ম্যাচ শেষে ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরাজয়ের পর আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে গ্যালারির এক দর্শকের প্রতি প্রতিক্রিয়া জানান মোহামেডানের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।


আরও পড়ুন

» অলিখিত ফাইনালে হারলো মোহামেডান, রেকর্ড শিরোপা আবাহনীর

» নাটকীয়তায় ভরা ম্যাচে টাইব্রেকারে চ্যাম্পিয়ন কিংস


ম্যাচে হাফ সেঞ্চুরি করা মাহমুদউল্লাহ খেলা শেষে আবাহনীর ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে করমর্দন সেরে ড্রেসিংরুমে ফিরছিলেন। ঠিক তখনই ড্রেসিংরুমসংলগ্ন গ্র্যান্ড স্ট্যান্ড থেকে এক দর্শক তাকে উদ্দেশ্য করে কটূ মন্তব্য ছুঁড়ে দেন।

এমনকি গালিগালাজও করা হয় বলে জানা গেছে। এতে ক্ষুব্ধ হয়ে গ্যালারিতে উঠে পড়েন মাহমুদউল্লাহ এবং সেই দর্শকের দিকে তেড়ে যান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত মোহামেডানের কর্মকর্তারা এবং সাপোর্ট স্টাফরা হস্তক্ষেপ করেন। তারা মাহমুদউল্লাহকে শান্ত করে গ্যালারি থেকে নিচে নামিয়ে আনেন।

আজকের ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি, কারণ ম্যাচটি কার্যত শিরোপা নির্ধারণী ছিল। টস জিতে ব্যাট করতে নেমে মোহামেডান ৭ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে—যেখানে মাহমুদউল্লাহ ও আরিফুল হক করেন ফিফটি।

জবাবে জিসান আলম, মোহাম্মদ মিঠুন ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের হাফ সেঞ্চুরিতে সহজেই ২৪১ রানের লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।

এই জয়ে আবাহনী মোট ২৪ বার শিরোপা জয়ের কৃতিত্ব দেখাল, বিপরীতে মোহামেডানের অপেক্ষা রইল আরও দীর্ঘ।

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট