ভারতের মাটিতে ব্যর্থ বিশ্বকাপ মিশনের পর নতুন করে বিপত্তি হানা দিয়েছে টাইগার শিবিরে। টাইগারদের নতুন সমস্যা ইনজুরি। ইনজুরির কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এবার নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে মাহমুদুল্লাহর খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল টাইগাররা। আর সেই ম্যাচে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছিলো মাহমুদুল্লাহকে। তবে রান আউটের সময় ডাইভ দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। আর তাতেই বাধে বিপত্তি। ডাইট দেওয়ার কারণে কাধে আঘাত পান মাহমুদুল্লাহ।
দেশে ফেরার পর এমআরআই করানো হয় মাহমুদুল্লাহকে। আজ সকালে প্রকাশিত সেই এমআরআই রিপোর্ট যা দুঃসংবাদ বয়ে আনে মাহমুদুল্লাহর জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) মতে, রিপোর্ট অনুযায়ী চোট থেকে পুরোপুরি সেরে উঠতে মাহমুদুল্লাহর অন্তত পাঁচ সপ্তাহ সময় লাগবে। যার ফলে ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে অনেকটাই অনিশ্চিত তিনি।
চলতি মাসের ২১ তারিখে দু’টি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে কিউইরা। আর আগামী ডিসেম্বরেই ৩ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ এবং ১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা।
আরও পড়ুন: শচীনকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কোহলি
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৩/এমটি