Connect with us
ক্রিকেট

বিদায়ী ম্যাচে সংবর্ধনা দেওয়া হলো মাহমুদউল্লাহকে

Mahmudullah was given a reception in the farewell match
দলের পাশাপাশি তামিমও উপস্থাপক হিসেবে ছিলেন সংবর্ধনায়। ছবি- সংগৃহীত

বিদেশের মাটিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যাত্রা শুরু করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার বিদেশের মাটিতেই ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় জানাবেন দেশের ক্রিকেটের অন্যতম বড় এই তারকা।

২০০৭ সালের পহেলা সেপ্টেম্বর নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। এবার হায়দরাবাদে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে ইতি টানতে যাচ্ছেন এই তারকা।

আজ (শনিবার) ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলতে নেমেছে বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়েই বিদায় নেবেন মাহমুদউল্লাহ। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে রিয়াদকে বিদায় জানাতে সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছিল।

আরও পড়ুন:

» বিদায়লগ্নে মাহমুদউল্লাহকে নিয়ে মুশফিকের বার্তা

» ৩৩ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ক্যামেরুন ডিফেন্ডার 

এদিন ম্যাচ শুরুর আগেই রিয়াদকে সংবর্ধনা দেয় বাংলাদেশ দল। এ সময় তার হাতে স্মারক তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ দলের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবালও।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে লাল-সবুজের জার্সিতে ১৪০ টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ। আজ ১৪১তম ম্যাচ খেলতে নেমেছেন তিনি। এ পর্যন্ত ১২৯ ইনিংসে ব্যাট করে ২৩.৬৫ গড় ও ১১৭.৫১ স্ট্রাইক রেটে ২৪৩৬ রান করেছেন এই তারকা। বর্তমানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রিয়াদ।

এদিকে টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে খুব একটা রাঙাতে পারেননি রিয়াদও। প্রথম ম্যাচে ২ বলে ১ রান এবং দ্বিতীয় ম্যাচে ৩৯ বলে ৪১ রান করেন তিনি। তবে আজ নিজের বিদায়ী ম্যাচে ব্যাট হাতে রাঙাতে পারবেন ‘সাইলেন্ট কিলার’ খ্যাত এই তারকা?

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট