ভারত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাঝে ইনজুরির কারণে মাসখানে দলের বাইরে থাকলেও তা বর্তমান পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি। চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দারুণ ব্যাটিং করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। বিপিএলে তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে প্রশংসায় ভাসিয়েছেন বিপিএল ফ্রাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুর্দান্ত ঢাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময় মাহমুদুল্লাহর ব্যাটিং প্রসঙ্গেও কথা বলেন সুজন। চলতি বিপিএলে মাহমুদুল্লাহর ব্যাটিংকে প্রশংসায় ভাসান সুজন।
বরিশালের হয়ে শেষ ম্যাচে ২৫ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। তার এই ইনিংস অনেকের জন্য অনুপ্রেরণামূলক হিসেবে মনে করেন সুজন, ‘গত ম্যাচে মাহমুদুল্লাহ যেভাবে রান করেছে, আমার মনে হয় এই ইনিংসটি অনেকের জন্য অনুপ্রেরণামূলক হয়ে থাকবে। দারুন ব্যাটিং করেছে রিয়াদ। আমার কাছে খুব ভালো লেগেছে।’
মাহমুদুল্লাহ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এটা মানতে পারছেন না সুজন। তিনি মনে করেন সাদা বলের পাশাপাশি লাল বলের ক্রিকেট খেলারও যোগ্য মাহমুদুল্লাহ।
‘আমি সবসময় বলি মাহমুদুল্লাহ তিন ফরম্যাটে খেলার যোগ্য। আমার খুব খারাপ লাগে যে মাহমুদুল্লাহ টেস্ট খেলে না। ও টেস্ট থেকে অবসর নিয়েছে এটা আমি এখনো মানতে পারি না। আমি মনে করি, এখনো ওর টেস্ট খেলার সামর্থ্য আছে। তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার বাংলাদেশের টেস্টে অনেক দরকার।’
চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ৫ ইনিংসে ১০৪ রান করেছেন মাহমুদুল্লাহ। দলের দু’টি জয়েই ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
আরও পড়ুন: নির্দিষ্ট একটি পজিশনে সবসময় ব্যাট করতে চান মিরাজ
ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৪/এমটি