বাংলাদেশ ক্রিকেটে একটি আস্থার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘ সময় ধরেই দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন যিনি। দল যখনই বিপদে তখনই দলকে উদ্ধার করতে এগিয়ে এসেছিলেন মাহমুদুল্লাহ। তবে গত এশিয়া কাপে বাংলাদেশ দলে জায়গা না পেলেও শেষ মুহূর্তে এসে জায়গা করে নেন বাংলাদেশের বিশ্বকাপ দলে এবং আবারো দলের একজন আস্থাবান প্লেয়ার হিসেবে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন।
বাংলাদেশের মিডল অর্ডার ব্যর্থ হলে প্রায়শই শেষ দিকে এসে দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলকে নিয়ে যান ভালো একটি অবস্থানে। আবার শেষ দিকে রান তাড়া করে বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি। তবে এশিয়া কাপে বাংলাদেশের একাদশে রাখা হয়নি তাকে। ফলে তা নিয়ে ওঠে সমালোচনার ঝড়। গুঞ্জন উঠেছিল বিশ্বকাপের একাদশেও থাকবেন না তিনি।
তবে সব গুঞ্জন ভুল প্রমাণ করে বিশ্বকাপ একাদশে জায়গা করে নেন মাহমুদুল্লাহ। আর জায়গা করেই দিয়েছেন আস্থার প্রতিদান। প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। দ্বিতীয় ম্যাচে বসিয়ে দেয়া হয় তাকে। ৩য় ও ৪র্থ ম্যাচে দুই ইনিংসে করেন ৪১ ও ৪৬ রান যেখানে অন্যান্য ব্যাটাররা ছিল অনেকটাই ব্যর্থ। তাছাড়া দুই ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পাঁচটি ছক্কা হাকিয়েছেন তিনিই। তাই বাংলাদেশের শেষ ভরসার নাম মাহমুদুল্লাহ।
চলমান বিশ্বকাপে টাইগারদের ব্যাটিংটা আশানুরূপ হচ্ছে না। তাই দলকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে এগিয়ে আসলেও শেষ পর্যন্ত হারই সঙ্গী হচ্ছে মাহমুদুল্লাহর। তাই দলকে জিততে হলে অন্যান্য ব্যাটারদেরও ভালো পারফর্ম করতে হবে।
আরও পড়ুন: মার্করামদের বিপক্ষে সাকিবদের অনুপ্রেরণা নেদারল্যান্ডস
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৩/এমটি/জেএস/এমএ