হার দিয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু করল বাংলাদেশ। চারশোর বেশি রানের শ্বাসরুদ্ধকর ম্যাচে মাহমুদউল্লাহ-জাকেরের ঝোড়ো ইনিংসেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত লড়াই করে ৩ রানে হেরেছে টাইগাররা।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (সোমবার) শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২০৬ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। জবাবে ২০ ওভারে ২০৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।
২০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই টালমাটাল বাংলাদেশের টপ অর্ডার। ৩০ রানের মধ্যেই হারায় তিন উইকেট। কোন রান না করেই ম্যাথিউস এর বলে মেন্ডিস এর কাছে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন দাস। এর পর দ্রুতই ফিরে যান সৌম্য সরকার ও তৌহিদ হৃদয়।
এর পর মাহমুদউল্লাহ ও শান্তর ব্যাটে ঘুরে দাড়ায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ শুরু থেকেই আক্রমনাত্নক খেলতে থাকেন। প্রথম বলেই ছয় মেরে ইনিংস শুরু করেন তিনি। পাথিরানার বলে ক্যাচ দিয়ে ফেরার আগে শান্ত করেন ২২ বলে ২০ রান। এর পর মাহমুদউল্লাহ ও অভিষিক্ত জাকের আলীর ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। ২৭ বলে নিজের অর্ধশতক পূরন করেন মাহমুদউল্লাহ। থিকসানার বলে আউট হওয়ার আগে খেলেন ৩১ বলে ৫৪ রানের মহাগুরুত্বপূর্ন ইনিংস।
অন্য প্রান্তে আক্রমনাত্নক খেলতে থাকেন আলিস আল ইসলামের পরিবর্তে দলে ডাক পাওয়া অভিষিক্ত জাকের আলী। তাকে সঙ্গ দেন শেখ মেহেদি। গড়েন ২৭ বলে ৬৫ রানের জুটি। জয় থেকে যখন সামান্য দূরে বাংলাদেশ তখন আউট হয়ে যান মেহেদি। খেলেন ১১ বলে ১৬ রানের ইনিংস।
শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিলো ১২ রান। প্রথম বলে ক্যাচ তুলে দেন রিশাদ হোসেন। পরের বলে ১ রান নিয়ে জাকের আলীকে স্ট্রাইক দেন তাসকিন। পরের বলেই উরিয়ে মারতে গিয়ে সানাকার বলে ক্যাচ তুলে দেন জাকের আলী। আউট হওয়ার আগে খেলেন ৩৪ বলে ৬৪ রানের এক মহাক্যাবিক ইনিংস। শেষ তিন বলে দরকার ছিলো ১০ রান। প্রথম বলে শরিফুল চার মারলেও পরের দুই বলে দুই রানের বেশি নিতে পারেনি বাংলাদেশ। ফলে বাংলাদেশ ম্যাচটি হেরে যায় তিন রানে।
শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন সানাকা, ম্যাথিউস ও ফার্নানদো। এছাড়া একটি করে উইকেট নেন থিকসানা ও পাথিরানা।
এর আগে টচে জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। কিন্তু ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় তারা। শরিফুল ইসলামের বলে লিটন দাসের কাছে ক্যাচ তুলে দেন আভিস্কা ফার্নানদো। এর পর কুশাল মেন্ডিসের ৩৬ বলে ৫৯ রান ও সামারাভিকরামার ৪৮ বলে ৬১ রানে ঘুরে দাড়ায় শ্রীলঙ্কা। এছাড়া শেষ দিকে আসালাঙ্কার ২১ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসে ২০ ওভার শেষে ২০৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
বাংলাদেশের পক্ষে ১ টি করে উইকেট নেন শরিফুল, তাসকিন ও রিশাদ হোসেন। ম্যান অব দ্য ম্যাচ চারিথ আসালাঙ্কা।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে আগামী (৬ মার্চ) বুধবার সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে।
আরও পড়ুন: ৫৫০ দিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন মাহমুদউল্লাহ
ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৪/আরআর/এমটি