Connect with us
ক্রিকেট

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ রাঙাতে পারবে বাংলাদেশ?

মাহমুদউল্লাহর বিদায়ী টি-টোয়েন্টি। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয় দলের এক অবিচ্ছেদ অংশ হয়ে টিকে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগার স্কোয়াডে ‘পার্শ-নায়ক কে?’ কখনও এমন প্রশ্ন উঠলে সবার আগে আসবে তার নাম। সাকিব-তামিম-মুশফিকদের আড়ালে কিছুটা আলো কম পেলেও দলের বিপদে অসংখ্যবার রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। হয়েছেন ম্যাচের নায়ক।

গোটা একটা জেনারেশন শুরু থেকে যে সকল ক্রিকেটারদের খেলা দেখে বড় হয়েছেন, একে একে তারা সবাই অবসরে যাচ্ছেন ক্রিকেট থেকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির হিসেব টানলে পঞ্চপান্ডবের সাকিব, তামিম, মুশফিক ও মাশরাফি আগেই নিয়েছেন বিদায়। এবার এই ফরমেটে নিজের ইতি টানতে যাচ্ছেন মাহমুদউল্লাহ।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ দল। আর এটাই হতে যাচ্ছে লাল-সবুজের জার্সিতে সংক্ষিপ্ততম ফরমেটের ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সিরিজের শুরুতেই নিজের অবসরের ঘোষণা দিয়ে রেখেছিলেন এই ফিনিশার ব্যাটার।

তবে আজ মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ী ম্যাচ কতটা রাঙিয়ে তুলতে পারবেন টাইগার ক্রিকেটাররা? এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল শান্ত বাহিনী। এতে করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারিয়েছে বাংলাদেশ। যদিও শেষ ম্যাচে রিয়াদকে একটি সুখকর বিদায় দিতে ভালো কিছু করতে চাইবে সকলে।

আরও পড়ুন:

» পূর্ণশক্তির দল ঘোষণা করল ভারত, জায়গা পেলেন না শামি

» ভারত সিরিজের শেষ ম্যাচে দেখা দিয়েছে বৃষ্টির সম্ভাবনা

এদিকে বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় দারুণ এক সাক্ষী হয়ে আছে হায়দরাবাদ। ১৯৯৮ সালে এখানেই ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয়ের মুখ দেখেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচের ভেন্যু ছিল লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম। আর আজকের ম্যাচ হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে।

প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে হেরে নিজেদের মানসিকতা ও স্কিলে দুর্বলতার কথা বলেছিলেন অধিনায়ক শান্ত। দ্বিতীয় ম্যাচের পর একই ধরণের কথা বলেছিলেন তাসকিন আহমেদও। এদিকে গতকাল তৃতীয় ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার ক্রিকেটারদের মানসিক এবং শারীরিক দিক থেকে পিছিয়ে থাকার বিষয় তুলে ধরেছেন দলের সহকারী কোচ নিক পোথাস।

তবে সকল বিষয় পাশ কাটিয়ে আজ সিরিজের এবং মাহমুদউল্লাহর শেষ টি-টোয়েন্টিতে কতটা ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ সেটাই দেখার বিষয়। যদিও এই ম্যাচের সময় কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট