Connect with us
ক্রিকেট

মাহমুদউল্লাহর ইনিংসকে ‘অবিশ্বাস্য’ বললেন তার স্ত্রী

Mahmudullah Riyad
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি- সংগৃহীত

গত কয়েকদিন ধরেই ব্যাট হাতে নিজের সেরাটা দিতে পারছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতেও ব্যর্থ হয়েছেন তিনি। তবে সিরিজের তৃতীয় ওয়ানডেতে এসে নিজের জাত চিনিয়েছেন। দলের বিপদে ব্যাটে-বলে সমান তালে রান তুলে নিজের সক্ষমতার জানান দিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

সোমবার (১১ নভেম্বর) সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৭২ রানেই ৪ উইকেট হারায় টাইগাররা। এরপর মিরাজকে সঙ্গে নিয়ে এই বিপদ সামাল দেন রিয়াদ।

মিরাজ চাপের মুখে ধীরগতিতে রান তুললেও মাহমুদউল্লাহর ব্যাটে তার কোনো প্রভাব ছিল না। ব্যাটে-বলে বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই রান তুলতে থাকেন তিনি। ৬৩ বলে তুলে নেন অর্ধশতক। পঞ্চম উইকেটে ১৪৫ রানের জুটির পর মিরাজ (৬৬) ফিরে গেলেও শেষ পর্যন্ত মাঠে ছিলেন রিয়াদ।

আরও পড়ুন:

» অভিষেকে নাহিদের গতির ঝড়, মুগ্ধ ইয়ান বিশপ

» ১ বছর পর ফিফটি, তবুও ২ রানের আক্ষেপ মাহমুদউল্লাহর 

তবে শেষ বল পর্যন্ত খেলেও ২ রানের জন্য শতরানের মাইলফলক স্পর্শ করতে পারেননি রিয়াদ। ৭ চার ও ৩ ছয়ের মারে ৯৮ বলে ৯৮ রান করেন তিনি। তার এমন দুর্দান্ত ইনিংসের প্রশংসা করতে ভুলেননি স্ত্রী জান্নাতুল কাওসার মিস্টি।

এমনকি এই ইনিংসটি অবিশ্বাস্য মনে হয়েছে জান্নাতুলের কাছে। এর কারণ হচ্ছে মাহমুদউল্লাহ ক্র‍্যাম্প নিয়েও এদিন বীরত্বের সঙ্গে লড়াই করেছেন। এই লড়াকু ইনিংস নিয়ে জান্নাতুল তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘সেঞ্চুরি মিস হওয়ায় হতাশ হয়ো না। আজ তুমি অনেক ক্র্যাম্প নিয়ে খেলেছ, যা অবিশ্বাস্য এবং তুমি আবারও নিজের জাত চিনিয়ে অসাধারণ পারফরম্যান্স করেছ।’

Mahmudullah's wife post

মাহমুদউল্লাহর স্ত্রীর পোস্ট। ছবি- সংগৃহীত

মাহমুদউল্লাহর ৯৮ রানের ইনিংসে ভর করে ২৪৫ রানের লক্ষ্য দাড় করায় বাংলাদেশ। শারজার পিচে এই লক্ষ্য তাড়া করা বেশ চ্যালেঞ্জিং। তবে শেষ পর্যন্ত যারা জয় পাবে তাদের হাতেই উঠবে সিরিজ সেরার ট্রফি।

ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট