২০২৬ বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বের ফিরতি পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে মালদ্বীপ দল। নিজেদের মাঠে বাংলাদেশকে আতিথেয়তা দিয়েছে মালদ্বীপ। এবার তারা বাংলাদেশের অতিথি। এই দলের পরে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ারা।
গত বৃহস্পতিবার শ্বাসরুদ্ধকর ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। সম্পূর্ণ ম্যাচ গোলশূণ্য থাকার পর ৮৭ মিনিটে নাজিমের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। হার যখন নিশ্চিত সে সময়ে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে যোগ করা সময়ে (৯২ মিনিটে) গোল করে দলকে ড্র উপহার দেন সাদ উদ্দিন।
আগামী ১৭ অক্টোবর দেশের মাটিতে আবার মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ মালদ্বীপ থেকে ফ্লাইটে করে শুক্রবার রাতে দেশে ফিরেছেন। তবে জামাল ভূঁইয়াদের আগেই ঢাকায় পা রাখেছে প্রতিপক্ষ মালদ্বীপ।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আগামীকাল অনুশীলন করার কথা রয়েছে মালদ্বীপের। এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। যেকোনো ভাবেই ম্যাচটি জিততে চাইবে টাইগাররা। নয়তো এক বছর ফিফা এএফসির ম্যাচ থেকে ছিটকে যাবে।
আরও পড়ুন: ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তনের ব্যাখ্যা দিতে পারলেন না শান্ত
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৩/এমকে/এজে