২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ মালদ্বীপ। আগামী ১২ অক্টোবর প্লে অফে দ্বীপ রাষ্ট্রটির মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা।
এদিকে এই ম্যাচে এই অংশ নিতে ইতোমধ্যে মালদ্বীপ পৌঁছে গেছে টিম বাংলাদেশ। মঙ্গলবার সকালে দেশটিতে পৌঁছে হোটেলে বিশ্রাম শেষে রাতে অনুশীলনও করেছে লাল-সবুজের জার্সিধারীরা।
ম্যাচটিকে বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ—কারণ এই ম্যাচে হেরে গেলে পরবর্তী ম্যাচে বাড়তি চাপে থাকতে হবে জামালদের।
জাতীয় দলের মিড ফিল্ডার সোহেল রানা সংবাদ মাধ্যমকে বলেন, ম্যাচটি কঠিন হবে, তবে আমরা জেতার জন্যই মাঠে নামবো। আমাদের লক্ষ্য বাস্তবায়নে আমরা শতভাগ চেষ্টা করবো।
এদিন অনুশীলন শেষে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘আজকে অনুশীলনে ফান গেম ও রানিং করেছে ফুটবলাররা। তাদের রিকভারি ও আগামীকালের জন্য উজ্জীবিত করাই ছিল আজকের লক্ষ্য।’
আরও পড়ুন: ইংল্যান্ডের সঙ্গে হারের কারণ জানালেন সাকিব
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৩/এমকে/এসএম