২০২২ কাতার বিশ্বকাপে একবার কেঁদেছে মরক্কোর ফুটবলাররা। তখন ছিল সিনিয়র দল। এবার ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও সেমির স্বপ্ন দেখছিল মরক্কোর জুনিয়ররা। কিন্তু তাদের কাঁদিয়ে সেমির স্বপ্নযাত্রা থামিয়ে শেষ চারে পা রাখল আফ্রিকারই আরেক দেশ মালি অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।
গেল কাতার বিশ্বকাপে মরক্কোর জাতীয় দল খেলেছিল বিশ্বকাপের সেমিফাইনালে। তবে এবার ছোটরা পারল না ততদূর যেতে। নিজেদের সেরা সাফল্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মালির বিপক্ষে হারতে হয়েছে ১-০ গোলের ব্যবধানে।
শনিবার (২৫ নভেম্বর) ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে মুখোমুখি হয় আফ্রিকার দুদল। মরক্কোর জন্য কোয়ার্টার ফাইনাল প্রথম হলেও মালির রয়েছে একাধিকবার খেলার অভিজ্ঞতা। গেল চার আসরে তিন বার সেমিফাইনালে খেলেছে মালি অনূর্ধ্ব ১৭ দল, সাথে আছে ফাইনাল খেলার সুখস্মৃতি।
অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মালি। কিন্তু বল পাসিং ও শট অন-টার্গেট সবকিছুতে এগিয়ে থেকেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। তবে ম্যাচের শেষ মুহূর্তে ৮১ মিনিটে ইব্রাহিম ডিয়ারার করা প্রত্যাশিত গোলে জয় সূচক ব্যবধান গড়ে তুলতে সক্ষম হয় মালি অনূর্ধ্ব-১৭ দল।
ম্যাচ জিতলেও দ্রুত গোল করতে না পারায় কিছুটা হতাশা প্রকাশ পেল মালির কোচ সোমালিয়া কোলাবালিওর কণ্ঠে। তিনি বলেন, ‘আমরা ভালো খেলেছি। তবে আমাদের লক্ষ্য এমনটা নয়। আমরা ম্যাচে দ্রুত গোল করতে চাই। যদিও আজ গোলটা পেতে খুব দেরি হলো। তবু তো আমরা জিতেছি। এখন আমরা সেমিফাইনালে পৌছেছি। এটার দাবীদারও ছিলাম আমরা।’
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে আগামী ২৮ নভেম্বর ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে মাঠে নামবে মালির কিশোররা। অপর সেমিফাইনালে একই দিন মাঠে গড়াবে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল বনাম জার্মানি অনূর্ধ্ব-১৭ দলের ম্যাচ।
আরও পড়ুন: ‘নতুন মেসি’ উপাধি পেলেন এচেভেরি, কে এই কিশোর?
ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৩/এসএফ/এজে