ক্লাব বিশ্বকাপ আসরের ফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যান সিটি। আজ বাংলাদেশ সময় রাত ১২ টায় সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে মুখোমুখি হয়েছিল দুই দল।
উক্ত ম্যাচে ফ্লুমিনেন্সকে কোনো রকম পাত্তায় দেয়নি পেপ গার্দিওলার শীর্ষরা। ম্যানচেস্টার সিটির হয়ে দুই গোল করেছেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। একটি গোল পেয়েছেন ফিল ফোডেন। আর একটি হয়েছে আত্মঘাতি।
ম্যাচ শুরুর মাত্র ৪০ সেকেন্ডেই এগিয়ে যায় ম্যান সিটি। গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেস। ক্লাব বিশ্বকাপের এটিই সবথেকে কম সময়ে গোল। এরআগে ছিল ৭ম মিনিটে।
ম্যাচের ২৭তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৪০ তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ফ্লুমিনেস। মার্সেলোর পাস থেকে আরিয়াস হেড করা বলটি ঝাঁপিয়ে পড়ে থামিয়ে দেন এদারসন মোয়ারেস।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর প্রচেষ্টা চালিয়ে যায় ফ্লুমিনেস। তবে সিটির সাথে লড়ায়ে পেরে উঠতে পারেনি তারা। এরপর ৭২ মিনিটে ফিল ফোডেন ও ৮৮ মিনিটে আলভারেসের পা থেকে আরো দুইটি গোলের দেখা পায় ম্যান সিটি। ফলে বড় জয় দিয়ে শিরোপা ঘরে তুলল সিটিজেনরা।
আরও পড়ুন: ইন্টার মায়ামিতে ফের এক হচ্ছেন মেসি-সুয়ারেজ
ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৩/এমএ