দীর্ঘ আড়াই মাস পর প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছিল ম্যানচেস্টার সিটি তবে তাদের এই অবস্থান টিকেট ছিল মাত্র আড়াই ঘণ্টা। পরের ম্যাচেই বার্নলিকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের পুরনো অবস্থান পুনরুদ্ধার করেছে লিভারপুল। এর আগে আর্লিং হালান্ডের জোড়া গোলে এভার্টনকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছিল ম্যানসিটি।
গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ইতিহাদ স্টেডিয়ামে এভার্টনকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এদিন প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি সিটি। তবে ম্যাচের ৭১ মিনিটে কর্নার থেকে পাওয়া বল ডি বক্সের জটলা ভেদ করে জলে জড়ান আর্লিং হালান্ড।
ম্যাচের ৮৫ তম মিনিটে মাঝ মাঠ থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল নিয়ে একাই ছুটে যান হালান্ড। তার গতির সামনে পরাস্ত হয় এভার্টনের রক্ষণ। গোলকিপারকে একা পেয়ে দারুন ফিনিশিংয়ে গোল ব্যবধান বাড়ান এই নরওয়েজীয় স্ট্রাইকার। আর এতেই দীর্ঘ ৭৭ দিন পর প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছিল ম্যানসিটি।
ভিন্ন ম্যাচে অ্যানফিল্ডে বার্নলিকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের ৩১ মিনিটে দিয়েগো জটার গোলে বার্নলির বিপক্ষে লিড পায় লিভারপুল। তবে প্রথমার্ধেই শেষ মিনিটে কর্নার থেকে হেড করে বার্নলিকে সমতায় ফেরায় দারা ওশি। বিরতি থেকে ফিরেই ফের আক্রমণে ওঠে লিভারপুল।
ম্যাচের ৫২ মিনিটে এলিয়টের দারুণ এক ক্রসে হেড করে লিভারপুলকে এগিয়ে নেন লুইস দিয়াজ। ৭৯ মিনিটে বক্সের মধ্যে এলিয়টের ক্রস থেকে হেডে গোল করে দলের লিড বাড়ান দারউইন নুনেজ।এতে করে বার্নলিকে হারিয়ে নিজেদের পুরনো শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল।
এই জয়ে প্রিমিয়ার লিগে খেলা ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে লিভারপুল। অন্যদিকে এক ম্যাচ কম খেলেই ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ম্যানচেস্টার সিটি। আগামী ১৪ ফেব্রুয়ারি পরবর্তী ম্যাচে কোপেনহাগেনের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচ জিতলে আবারও পয়েন্ট টেবিলের চূড়ায় উঠার সুযোগ থাকবে সিটিজেনদের।
আরও পড়ুন: যুব বিশ্বকাপ: শিরোপার লড়াইয়ে আজ মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া
ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৪/এফএএস