টানা চারবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। যা ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম। আর এভাবেই ম্যানচেস্টার সিটি জায়ান্ট দলে পরিণত হয়েছে। আর এসবের পেছনের মাস্টারমাইন্ড হলেন একজন। তিনি হলেন পেপ গার্দিওলা। তবে স্প্যানিশ এই মাস্টারমাইন্ডের বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তাঁর অধীনে খেলা সর্বশেষ ১২ ম্যাচে ম্যান সিটির জয় মাত্র ১টাতে।
গত মৌসুমেই পেপ গার্দিওলার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় ম্যান সিটির। তারপর আবারও ১ বছরের জন্য চুক্তি নবায়ন করে ম্যান সিটি কর্তৃপক্ষ। মূলত এরপরেই বাঁধে বিপত্তি। নতুন চুক্তির পর থেকেই ব্যর্থতার জাল ছিঁড়ে বের হতে পারছে না গার্দিওলা ও তাঁর শিষ্যরা।
ক্রিসমাসের ছুটিতে গেছে ম্যানচেস্টার সিটির সকল খেলোয়াড়, কোচসহ অন্যান্যরা। চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে থেকে ছুটিতে ম্যান সিটি। যেখানে ১৭ ম্যাচ খেলে অর্জন করেছে ২৭ পয়েন্ট। যাঁর মধ্যে সর্বশেষ ১২ ম্যাচে জয় মাত্র ১টিতে। এতে করে শিরোপার লড়াই থেকে অনেকখানি পিছিয়ে পড়েছে দলটি। এদিকে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়েছে ১২।
আরও পড়ুন:
» শ্রীলঙ্কা দলে নতুন মালিঙ্গার আগমন
» ছুটছেন সালাহ, থামানোর কেউ নেই- পারবে কি লিভারপুল?
চলতি মৌসুমের মাত্র অর্ধেক শেষ হয়েছে। এখনও অর্ধেক বাকি। নতুন বছরে পিছিয়ে পড়া দলটিকে কতটা এগিয়ে নিতে পারবেন পেপ গার্দিওলা এখন সেটাই দেখার বিষয়। যদিও এর আগেও পিছিয়ে থেকে শিরোপা জেতার রেকর্ড রয়েছে ম্যান সিটির। তবে এবার সেই পথটা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে গার্দিওলা ও তাঁর শিষ্যদের জন্য। কারণ এবার পয়েন্ট টেবিলে অনেক পিছিয়ে পড়েছে তাঁরা।
ম্যান সিটির ক্রমাগত বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে দলটির ভক্ত-সমর্থকদের উপরও। টানা হারে সিটির উপর রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে সমর্থকরা। তবে এর জন্য পেপ গার্দিওলাকে বরখাস্ত করা নিয়ে গুঞ্জন চললেও বরখাস্ত করা হবে কি না এখন নিশ্চিত নন কেউ। তবে সবদিক বিবেচনায় কোচ বরখাস্তের পথে হাঁটবে না ম্যান সিটি কর্তৃপক্ষ। যে কোচ ম্যান সিটিকে প্রথম চ্যাম্পিয়ন লিগ শিরোপা জয়ের স্বাদ দিয়েছে, এনে দিয়েছে ৬ টি লিগ শিরোপা সেই ম্যাজিশিয়ানের খারাপ সময়ে কি পাশে থাকবে না ক্লাব কর্তৃপক্ষ?
এ বিষয়ে ম্যানসিটির সাবেক ডিফেন্ডার লেসকট মনে করেন চাকুরিচ্যুতির পথে হাঁটবে না ম্যানসিটি এবং গার্দিওলাও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ভাববেন না এই মুহূর্তে। এসময় টিঅ্যান্ডটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি না গার্দিওলা পদত্যাগের পথে হাঁটবেন। তিনি সর্বদা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এবং সাফল্যও পান। এটাও তাঁর জন্য নতুন একটা চ্যালেঞ্জ।’
এদিকে পেপ গার্দিওলাও হয়ত চাকরি ছাড়ার বিষয়ে ভাবছেন না। বর্তমানে কীভাবে এমন খারাপ সময় থেকে বের হতে পারে পুরো দল মনে মনে সেই পরিকল্পনাই হয়ত করছেন গার্দিওলা।
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৪/এসআর/বিটি