ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চ ছড়িয়েছে ম্যানচেস্টার সিটি ও টটেনহামের মধ্যকার ম্যাচ। উত্তেজনাপূর্ণ ম্যাচে ছয় গোলের দেখা মিললেও শেষ পর্যন্ত জেতেনি কেউই। উভয় দলই নিয়েছিল লিড, সমতায়ও ফিরেছে সমান তালে। এতে পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে ড্র হয়ে।
রবিবার (৩ ডিসেম্বর) রাতে ম্যান সিটির বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় টটেনহাম। পিছিয়ে পড়েও দ্রুতই ম্যাচে ফিরে আসে পেপ গার্দিওলার শিষ্যরা। এরপর দুইবার এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি কিন্তু দুইবারই ম্যাচে দারুণভাবে ফিরে আসে টটেনহাম।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই সন হিউং মিনের গোলে এগিয়ে যায় টটেনহাম। এর তিন মিনিট বাদেই সেই দক্ষিণ কোরিয়ান তারকার আত্মঘাতী গোলেই ম্যাচে ফেরে ম্যানসিটি। এরপর ম্যাচের ৩১ মিনিটে লিড নেয় ম্যান সিটি। হুলিয়ান আলভারেজের গোলে প্রথমবার এগিয়ে যায় তারা।
প্রথমার্ধে আর কোনো গোল না হলে ম্যাচে ফেরা হয়নি স্পার্সদের। দ্বিতীয় আর্ধের নেমেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। জিওভানি লো সেলসোর হাত ধরে ৬৯ মিনিটে ফিরে পায় সমতা। সনের বাড়িয়ে দেয়া বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
এরপর জমে ওঠে ম্যাচ। জয়ের জন্য লড়তে থাকে দুই দল। ম্যাচের ৮১ মিনিটে জ্যাক গ্রিয়েলিশ জাল খুঁজে পেলে আবারো এগিয়ে যায় পেপ গার্দিওলার শিষ্যরা। তবে শেষ পর্যন্ত হাল ছাড়েনি টটেনহাম। ম্যাচের শেষ ৯০তম মিনিটে জনসনের ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়িয়ে আবারো টটেনহামকে সমতায় ফেরান কুলুসেভস্কি।
এতে করে ম্যানসিটির কাছ থেকে জয় ছিনিয়ে সমান পয়েন্ট ভাগাভাগি করে নেয় টটেনহাম। ম্যানচেস্টার সিটি নিজেদের খেলা ১৪ ম্যাচে ৯ জয়, ৩ ড্র ও ২ হারে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেমে গেছে। ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে টটেনহাম। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
আরও পড়ুন: বুট জোড়া কবে তুলে রাখবেন জানালেন বিশ্বকাপজয়ী জিরুদ
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৩/এসএফ/এজে