![Man city lost against Real Madrid](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Man-city-lost-against-Real-Madrid.jpg.webp)
রিয়াল মাদ্রিদের কামব্যাকের গল্প প্রতিপক্ষের জন্য সবসময় বেশ ভয়ঙ্কর। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত তাদের পরাজিত ঘোষণা করার সাহস দেখাতে চায় না কেউ। আরও একবার যেন তাই প্রমাণ করে দিল লস ব্লাঙ্কোসরা। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের ৮৫তম মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ম্যাচেও জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।
গতকাল মধ্যরাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। যেখানে ম্যাচের শুরুতে নজর কাড়ে গ্যালারিতে থাকা দর্শকদের বিশাল এক তিফো। যার এক পাশে রদ্রির ব্যালন ডি’অরে চুমু দেয়া ছবি ও অন্য পাশে লেখা ‘তোমাদের এই কান্না এবার থামাও’। দৃশ্যটি মাঠ থেকে ক্যামেরাবন্দী করছেন রদ্রি।
![Manchester City fan's Tifo in gallery](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Manchester-City-fans-Tifo-in-gallery.jpg.webp)
গ্যালারিতে ম্যানচেস্টার সিটি দর্শকদের তিফো।
এমন ঘটনাই হয়তো রিয়াল মাদ্রিদকে আরও বেশি করে তাতিয়ে দিয়েছিল ম্যাচে। যেখানে শেষ পর্যন্ত সিটিকে ৩-২ গোলে পরাজিত করে রিয়াল মাদ্রিদ। পিছিয়ে থাকা ম্যাচের শেষ দিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ব্রাহিম দিয়াজ ও জুড বেলিংহাম। এর আগে রিয়ালকে প্রথম সমতায় ফিরিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। আর ম্যানসিটির হয়ে জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড।
এদিন ম্যাচের ১৯তম মিনিটে ম্যানসিটিকে এগিয়ে দেন এই নরওয়েজিয়ান ফুটবলার। সতীর্থের সঙ্গে বল দেয়া নেয়া করে ঢুকে পড়েন বক্সে। যেখানে হাওয়ায় থাকা বল আলতো টাচে প্রতিপক্ষ গোলরক্ষককে পাশ কাটিয়ে জালে জড়ান হলান্ড। প্রথমার্ধের যোগ করার সময়ে নিজের দ্বিতীয় গোল পেয়ে যেতে পারতেন তিনি। তবে তার নেয়া শট প্রতিহত হয় গোল পোস্টে।
আরও পড়ুন:
» পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ আজকের খেলা (১২ ফেব্রুয়ারি ২৫)
» তানজিদ-সৌম্যদের ব্যাটে টপ অর্ডারে সাফল্য পাবে বাংলাদেশ?
ম্যাচের ৬০তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান এমবাপ্পে। সতীর্থের বাড়ানো বল বক্সের মধ্যে পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ান তিনি। তবে ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে আবার লিভ এনে দেন হলান্ড। এগিয়ে থেকেও স্বস্তি পায়নি দলটি। এবার দলকে সমতায় ফেরান ব্রাহিম দিয়াজ।
সতীর্থের নেয়া আড়াআড়ি শট গোলরক্ষক ফিরিয়ে দিলে দ্বিতীয় প্রচেষ্টায় স্কোর করেন তিনি। এরপর ম্যাচের যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। প্রতিপক্ষ গোলরক্ষক এগিয়ে এলে তার মাথার উপর দিয়ে ভিনি বল বাড়িয়ে দেন বেলিংহামের উদ্দেশ্যে। সেখানে বল পেয়ে ফাঁকা জালে বল জড়ান এই ইংলিশ ফুটবলার।
এতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ৮ ম্যাচে ৫ জয় ও ৩ পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ২২তম অবস্থানে ম্যানচেস্টার সিটি। এদিকে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে লিভারপুল, আর ১৯ পয়েন্ট নিয়ে তারপরেই অবস্থান বার্সেলোনার।
ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৫/এফএএস
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)