Connect with us
ফুটবল

এফএ কাপে নতুন ইতিহাস গড়লো ম্যানচেস্টার সিটি

Crifo Mancity FA Cup
এফএ কাপে টানা ছয় আসরে সেমিফাইনালে উঠলো ম্যানসিটি। ছবি- দ্য অ্যাথলেটিক

গত মৌসুম থেকে যেন উড়ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ কোনো টুর্নামেন্টেই ব্যর্থতা নেই। এরই মধ্যে এফএ কাপে গড়েছে নতুন ইতিহাস। গত রাতে কোয়ার্টার ফাইনালে নিউক্যাসলের বিপক্ষে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। আর এই জয়েই রচিত হয়েছে নতুন রেকর্ড। এফএ কাপ ইতিহাসের প্রথম দল হিসেবে তারা টানা ছয় আসরে সেমিফাইনালে উঠেছে।

শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদে নিউক্যাসলকে আতিথ্য দেয় সিটিজেনরা। ম্যাচজুড়ে পুরো আধিপত্য ছিল স্বাগতিকদের। ২-০ গোলে জয়ী ম্যাচে দুটি গোলই করেন পর্তুগিজ তারকা মিডফিল্ডার বার্নান্দো সিলভা।

ম্যাচ শুরুর ১৩ মিনিটে সিটিকে লিড এনে দেন সিলভা। স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির বাড়ানো বল বক্সে পেয়ে গোলমুখে শট নেন পর্তুগীজ তারকা। নিউক্যাসল গোলকিপার মার্টিন দুবরাবকা ঠিকমতোই ঝাঁপিয়েছিলেন, কিন্তু তার আগে বল ডেনিয়েল বার্নের মাথায় লেগে খানিকটা দিক পাল্টে জালে পৌঁছে যায়।

গোলদাতা বার্নান্দো সিলভাকে ঘিরে সিটিজেনদের উল্লাস। ছবি- দ্য অ্যাথলেটিক

গোলদাতা বার্নান্দো সিলভাকে ঘিরে সিটিজেনদের উল্লাস। ছবি- দ্য অ্যাথলেটিক

এরপর গোলের সুযোগ পেয়েছিল সফরকারীরাও। তবে নিউক্যাসল ফুটবলার আলেক্সান্ডার আইজ্যাকের নেওয়া শট ঠেকিয়ে দেন সিটি কিপার স্টেফান ওরতেগা। এরপর রুবেন দিয়াজের পাস থেকে বল পেয়ে শট নেন সিলভা। কিন্তু জাল খুঁজে পায়নি। বিরতির আগেই সিলভার আরেকটি শট নিউক্যাসলের সেন বটম্যানের গায়ে লেগে সেটি দিক পাল্টে জালে প্রবেশ করে। ওই গোলের পর আর সাফল্য পায়নি কোনো দল।

ম্যাচের বাকিটা সময় আর্লিং হালান্ড, ফিল ফোডেনরা বারবার আক্রমণ করে। কিন্তু জালের দেখা পাননি কেউই। এই জয়ের মধ্যে দিয়ে গার্দিওলার অধীনে আটবারের মধ্যে সাতবারই এফএ কাপের সেমিফাইনাল নিশ্চি করলো সিটি। দিনের অন্য কোয়ার্টারে উলভসকে ৩-২ গোলে হারিয়ে সেমিতে উঠেছে কভেন্ট্রি।

টুর্নামেন্টের বাকি দুটি কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে চেলসি ও লেস্টার সিটি এবং লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড।

আরও পড়ুন: ‘ম্যানচেস্টার ইউনাইটেডকে ৫-০ তে হারাবে লিভারপুল’

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল