নাটকীয়তায় ঠাসা, রোমাঞ্চে ভরা, রুদ্ধশ্বাস এক ‘মহারণের’ সাক্ষী হয়ে থাকলো ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম। সাত গোলের লড়াইয়ে লিভারপুলকে ৪-৩ গোলে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দিনে কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে চেলসি ৪-২’এ লেস্টার সিটিকে হারিয়ে সেমির টিকেট নিয়েছে।
এএফএ কাপে দ্বিতীয় সর্বাধিক ১২বারের চ্যাম্পিয়ন ম্যানইউ। গত মৌসুমে ফাইনালও খেলেছে। তবে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির কাছে ২-১’এ হারতে হয়েছে ফাইনাল। এবার মৌসুমের শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।
কিন্তু রবিবার রাতে ঘরের মাঠে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের বিপক্ষে শুরু থেকেই নজরকাড়া নৈপূণ্য উপহার দেয় ম্যানইউ। ম্যাচের দশম মিনিটে স্কট ম্যাকটোমিনের গোলে এগিয়েও যায় স্বাগতিকরা। মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে থাকা লিভারপুলকে ৪৪ মিনিটে ম্যাক অ্যালিয়েস্তের সমতায় ফেরানোর পর যোগ করা সময়ে মোহামেদ সালাহ লিড এনে দেন।
৮৭ মিনিটে ম্যানইউর আন্তোনি গোল করলে অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায় ‘মহারণ’। লিভারপুল সেখানে হার্ভি এলিয়টের গোলে ফের এগিয়ে গেলে মার্কাস রাশফোর্ড সমতায় ফেরান স্বাগতিকদের। যোগ করা সময়ে লিভারপুলের তরুণ ফরোয়ার্ড আমাদ দিয়ালো স্কোরলাইন ৪-৩ করে দলকে জয়ের উৎসবে মাতান।
আগামী ২০ এপ্রিল এফএ কাপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে ম্যানসিটি খেলবে চেলসির বিরুদ্ধে। আর দ্বিতীয় সেমিতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ কভেন্ট্রি। ২৫ মে ফাইনালে মধ্যে দিয়ে এবারের আসর শেষ হবে।
আরও পড়ুন: ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ : আরও বড় পরিসরে ভিন্ন আঙ্গিকে
ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৪/এজেড/এফএএস