ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেও জায়গা করে নিয়েছে। অন্যদিকে পুঁচকে দল গ্যালতাসারাইয়ের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে বিপাকে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ফরাসী ক্লাব গালাতাসারাইয়ের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমজুড়ে যে ভুল করছিল ম্যানইউর গোলরক্ষক ওনানা, কাল রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও সেই একই ভুল। মরক্কোর মিডফিল্ডার হাকিম জিয়েখের দুটো ফ্রিকিক ছিল ঠেকানো মতো। কিন্তু তিনি পারেননি। সেই সঙ্গে দ্বিতীয় ফ্রিকিক মিস করে নিজেই বল জালে ঢুকিয়েছেন।
গালাতাসারাইয়ের ঘরের মাঠে ম্যাচের শুরুতেই দুই গোলের লিড পেয়েছিল রেড ডেভিলরা। ম্যাচের ১১ মিনিটে রাসমুস হালান্ডের সঙ্গে ওয়ান টু ওয়ানের পর ব্রুনো বল দেন এই আর্জেন্টাইনকে। ফাঁকায় দাঁড়ানো গার্নাচো গোল করতে ভুল করেননি। পরের গোল ব্রুনো ফার্নান্দেজ নিজেই।
ম্যাচের ২৮ মিনিটে হাকিম জিয়েখের ফ্রিকিক কোন এক অজ্ঞাত কারণে ঠেকাতে পারেননি ওনানা। বলের দিক বুঝতেই তালগোল পাকিয়েছেন। গালাতাসারাইকে উপহার দেন এক গোল। ৫৫ মিনিটে মিনিটে লিড বাড়ালেও ওনানার ভুলে ম্যান ইউনাইটেড তা ধরে রাখতে পারেনি।
ম্যাচের ৬২ মিনিটে আবারও হাকিম জিয়েখের ফ্রিকিক। এবারেও বলে হাত লাগালেও, তা চলে যায় নিজেদের জালে। আর আকতুরুগ্লুর ৭১ মিনিটের গোলে নিশ্চিত করেছে ম্যাচের ড্র। তাতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের সবার নিচে চলে গেল ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে লেন্সের কাছে ১-০ গোলে হেরেছিল আর্সেনাল। সেই প্রতিশোধ নিতে গিয়ে লেন্সকে লজ্জায় ডুবিয়েছে আর্সেনাল। একটা একটা করে মোট আধা ডজন গোল দিয়ে মিকেল আর্তেতার শিষ্যরা। এতে করে সুপার সিক্সটিনে জায়গা করে নিয়েছে গানাররা।
এই ম্যাচে রেকর্ড গড়ে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের প্রথম দল হিসেবে ম্যাচের প্রথমার্ধেই গোল করেছেন আর্সেনালের পাঁচজন খেলোয়াড়। প্রথমার্ধে ৫ গোলের পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে নর্থ লন্ডনের ক্লাবটি।
১৩ মিনিটের সময় আর্সেনালকে প্রথম গোল এনে দেন কাই হাভার্টজ। ২১ মিনিটে জেসুস, ২৩ মিনিটে বুকায়ো সাকা আর ২৭ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেলি গোল করে ব্যবধান নিয়ে যান ৪-০ গোলে। আর বিরতির একটু আগে আর্সেনালকে পঞ্চম গোল এনে দেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড।
দ্বিতীয়ার্ধে ৮৬ মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালের ষষ্ঠ গোলটি করেন জর্জিনহো। এই জয়ের পর গ্রুপপর্বে ৫ ম্যাচে ৪জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে আছে।
আরও পড়ুন: স্কালোনিকে ঘিরে সুখবর, স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে
ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৩/এজে