শুক্রবার দিবাগত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের পর্দা উঠেছে। লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ফুলহ্যাম। তবে শুরুর ম্যাচেই পয়েন্ট হারাতে বসেছিল ম্যানইউ। অভিষিক্ত ডাচ স্ট্রাইকার জশুয়া জির্কজির শেষ মুহূর্তের গোলে প্রায় ড্র হতে যাওয়া ম্যাচে ৩ পয়েন্ট তুলে নিয়েছে এরিক টেন হাগের দল।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল স্বাগতিকরা। একপাশ থেকে ম্যানইউ আক্রমণ চালালেও অপর পাশ থেকে প্রতি আক্রমণ চালাতে থাকে সফরকারী ফুলহ্যাম। ম্যাচের ২৯ ও ৩৪ মিনিটে দারুণ দুটো সুযোগ পেয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। তবে পরপর দুইবার ব্রুনোকে আটকে দেন প্রতিপক্ষের গোলরক্ষক বার্ন্ড লেনো। একাধিক সুযোগ তৈরি করেও ভালো ফিনিশিংয়ের অভাবে গোলশূন্যই বিরতিতে যেতে হয় স্বাগতিকদের।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এবারও প্রতিপক্ষ গোলরক্ষকের কাছে পরাস্ত হয় তারা। ম্যাসন মাউন্টের কাছ থেকে নেয়া শট দারুণভাবে আটকে দেন লেনো।
আরও পড়ুন:
» এইচপি ও রোনালদোদের ম্যাচসহ আজকের খেলা (১৭ আগস্ট ২৪)
» ইয়ামালের বাবার সঙ্গে কী হয়েছিল?
ম্যাচের ৬১তম মিনিটে মাউন্টকে উঠিয়ে জশুয়া জির্কজিকে নামান টেন হ্যাগ। আর নিজের অভিষেক ম্যাচেই রেড ডেভিলদের জয়ের স্বাদ দেন এই ডাচ স্ট্রাউকার। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিলো, জয়ের আশা প্রায় ছেড়েই দিচ্ছিলেন স্বাগতিকরা, ঠিক এমন মুহূর্তেই দর্শকদের উল্লাসে জেগে ওঠে ওল্ড ট্র্যাফোর্ড। ম্যাচের ৮৭তম মিনিটে দারুণ এক গোল করেন জিকর্জি। আর তাকে অ্যাসিস্ট করেছিলেন একই সময়ে বদলি হিসেবে নামা আর্জেন্টাইন তারকা গারনাচো।
মাঝে ফুলহ্যামও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল ফুলহ্যাম। তবে ওনানাকে পরাস্ত করে বল জালে জড়াতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে টেন হ্যাগে শিষ্যরা।
ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৪/বিটি