Connect with us
ক্রিকেট

কানপুর টেস্টে বাংলাদেশ একাদশে যাকে দেখতে চান মাঞ্জরেকার

বাংলাদেশ দল ও মাঞ্জরেকার। ছবি- সংগৃহীত

নতুন ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে বিশাল ব্যবধানে পরাজয় উপহার পায় টাইগাররা। যেই ম্যাচে ব্যাটে-বলে কোন বিভাগেই খুব একটা স্বস্তিদায়ক অবস্থানে ছিল না শান্ত বাহিনী।

চেন্নাইয়ে ভারতের কাছে ২৮০ রানের বড় হার দেখে বাংলাদেশ। এই ম্যাচে উইকেট বিবেচনায় উভয় দলই খেলিয়েছিল তিন পেসার। আর ম্যাচে সফলতার দেখাও পেয়েছিল পেসাররা। যদিও বাংলাদেশের শেষ ইনিংস ধসিয়ে দিয়েছিলেন দুই ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

কানপুরে আগামী ২৭ সেপ্টেম্বর টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে আসন্ন এই ম্যাচে টাইগার একাদশে এক পরিবর্তন দেখতে চান ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। তার চাওয়া কানপুর টেস্টে এক পেসার কমিয়ে স্পিনার বাড়ানো হোক বাংলাদেশ দলে।

মূলত কানপুরের টার্নিং উইকেটের কথা মাথায় রেখে নিজের এমন চাওয়ার কথা জানিয়েছেন মাঞ্জরেকার। এখানে স্পিনার হিসেবে তাইজুল ইসলামকে একাদশে দেখতে চান এই ভারতীয় ধারাভাষ্যকার। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

মাঞ্জরেকার বলেন, ‘টার্নিং পিচে তাইজুল দলে অন্তর্ভুক্ত হলে ভারতকে বিপদে ফেলে দিতে পারে তারা। আসলে আপনি ভারতে খেললে চাইবেন না ৩ পেসার খেলাতে। কেননা গ্রিন টপ উইকেটে খেললেও তৃতীয় বা চতুর্থ দিন পিচে টার্ন করবেই। কানপুরে ২ পেসারই যথেষ্ট। একাদশে তাইজুলের ফেরা উচিত।’ 

তিনি আরও যোগ করেন, ‘এক পেসার কমিয়ে এক স্পিনার দলে আনা বেশি কার্যকর হবে বাংলাদেশের। আর সাকিবকে দেখে মনে হচ্ছে সে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলতে চায়। তাই স্পিনার দরকার। এটা হয়তো ভারত পছন্দ করবে না, তারা চাইবে বাংলাদেশ বেশি পেসার খেলাক।’

টাইগারদের রান করতে না পারার বিষয়েও কথা বলেন মাঞ্জরেকার, ‘আমি কেবল ইতিবাচক দিকেই নজর দিতে চাই। ওপেনাররা ভালো অ্যাপ্রোচ, স্কিল দেখাতে পেরেছে। তবে যখনই তারা ৩০ রান করে, মনে হয় যেন তাদের মানসিক শক্তি, জ্বালানি শেষ হয়ে গেছে। সেসব ৩০ রানকে সেঞ্চুরিতে পরিণত করতে হবে। তবেই ভারতের মত দলকে চ্যালেঞ্জ জানাতে পারবে।’

আরও পড়ুন: দ্রুততম সেঞ্চুরিতে রোনালদোর ভাগীদার হলেন হল্যান্ড

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট