Connect with us
ফুটবল

দলের দুঃসময়ে সমর্থকদের পাশে চাইলেন মার্কিনিয়োস

brazil football player
ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। ছবি : সংগৃহীত

একটা সময় ছিল যখন রীতিমতো ফুটবলে রাজত্ব চালিয়েছে ব্রাজিল। কিন্তু সময়ের ব্যবধানে ফুটবল মাঠের সেই ক্ষিপ্রতা হারিয়েছে দলটি। একটা সময় ছিল যখন শিরোপা জয় তাঁদের কাছে ছিল অত্যন্ত সহজ বিষয়। কিন্তু সেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদেরই এখন বিশ্বকাপে কোয়ালিফাই করতে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।

নিজেদের আভিজাত্য হারিয়ে ফেলা এই দলটার জন্য এখন সমর্থন চেয়ে নিতে হচ্ছে মার্কিনিয়োসকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে শুরু থেকে কিছুটা পিছিয়ে ছিল ব্রাজিল। অক্টোবরের উইন্ডোতে থাকা দুইটা ম্যাচই জিতে টেবিলের উপরের দিকে উঠে আসে দলটি।

কিন্তু চলতি মাসের প্রথম ম্যাচেই আবারও হোঁচট খেয়েছে দলটি। ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে ড্র করে আবারও কিছুটা অস্বস্তিতে ব্রাজিল। মূলত ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিসের কারনেই জয় বঞ্চিত হতে হয়েছে সেলেসাওদের।

আগামী ২০ নভেম্বর (বুধবার) উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেখানে ব্রাজিলের হয়ে সমর্থন চেয়েছেন দলটির ডিফেন্ডার মার্কিনিয়োস।

তিনি বলেন, ‘আমরা জানি আমাদের খারাপ সময়ের কারণে অনেকে আমাদের থেকে আস্থা হারাচ্ছে। আমি সমর্থকদের বলতে চাই দলের খারাপ সময়ে আশা হারাবেন না দলের প্রতি। আমাদের পাশে থাকুন, সমর্থন দিন।’

এসময় মার্কিনিয়োস আরও বলেন, ‘দলের নানা পালাবদল চলতেছে। যা আমাদের কাছে নতুন। এসময় আমরা অনেক ভুল করছি। সামনে আরও ভুল হতে পারে। তবে এই ভুলের পরিমাণ কম হইলে আমাদের জন্য আরও ভালো হবে।’

যদিও কোয়ালিফাই করা নিয়ে বেশি চিন্তা করছেন না মার্কিনিয়োস। এসময় তিনি বলেন, ‘যতক্ষণ আমরা স্বস্তিদায়ক স্থানে আছি ততক্ষণ চিন্তা নাই। তবে নিজেদের পারফরম্যান্সে উন্নতির মাধ্যমে দলকে টেবিলের উপরে নিয়ে যেতে চাই। যেটা আমাদের আত্মবিশ্বাস যোগাবে।’

উল্লেখ্য যে বর্তমানে ১১ম্যাচে ৫ জয়, ৪ হারের সাথে ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে ব্রাজিল। সমানসংখ্যক ম্যাচে ৭ জয়, ৩ হার ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।

আরো পড়ুন : সাকিব-রাজাদের বিরল রেকর্ডে ভাগ বসালেন স্টয়নিস

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল