আজ (শনিবার) বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে আসরের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ভুলে যাওয়ার মতো একটি আসর কাটানোর পর টাইগাররা চেয়েছিল জয় দিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শেষ করতে। কিন্তু পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে পাত্তাই পেল না চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
ভারতের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে শুরুতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অজি কাপ্তান প্যাট কামিন্স। লিটন-তামিম জুটিতে শুরুটাও ভাল করে বাংলাদেশ। ৩৪ বলে ৩৬ করে তামিম আউট হয়ে গেলে লিটনকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন গত ম্যাচেই শ্রীলংকার বিপক্ষে ৯০ রান করা নাজমুল হোসেন শান্ত।
কিন্তু আজ একটুর জন্য নিজের অর্ধশতক মিস করেন তিনি। ৫৭ বলে ৪৫ রান করে আউট হন সাকিবের অবর্তমানে দলের অধিনায়কত্ব পালন করা শান্ত। তার আগে লিটনও ভাল শুরুর পর ইনিংস বেশি বড় করতে পারেননি, ৪৫ বলে ৩৬ করে আউট হন এই ডানহাতি ব্যাটসম্যান।
আজ টাইগারদের ব্যাটিং লাইন আপের সবাই বেশ ভাল শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি৷ উইকেটে সেট হয়েও এক তাওহীদ হৃদয় ছাড়া আর কেউই অর্ধ শতকের দেখা পাননি। হৃদয় ৭৯ বলে ৭৪ রান করে মার্কাস স্টয়নিসের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। এছাড়া মাহমুদুল্লাহ ২৮ বলে ৩২ রান, মুশফিক ২৪ বলে ২১ রান এবং মিরাজ ২০ বলে ২৯ রান করেন। ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩০৬ রান।
জবাবে রান তাড়ায় নেমে দলীয় ১২ রানেই উইকেট হারায় অজিরা। ১১ বলে ব্যক্তিগত ১০ রানে পেসার তাসকিন আহমেদের বলে বোল্ড হন ট্রাভিস হেড। পরে ওয়ার্নার-মার্শের ১২০ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা ভালোভাবেই সামাল দেয় অস্ট্রেলিয়া। ৬১ বলে ৫৩ করে ওয়ার্নার আউট হয়ে গেলে উইকেটে আসেন স্টিভ স্মিথ। পরে মার্শ-স্মিথের তৃতীয় উইকেটে গড়া অনবদ্য জুটিতে ৩২ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মিচেল মার্শ ১৩২ বলে ১৭৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার ইনিংসে ১৭ চার আর ৯ ছয়ে এই কীর্তি গড়েন মার্শ। আর স্টিভ স্মিথ ৬৪ বলে ৬৩ রানে অপরাজিত ছিলেন। অজিদের অপর উইকেটটি নেন মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: বিশ্বকাপ ম্যাচ শেষ করে রাতেই দেশে ফিরছে বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৩/এমএস/এমটি