আর্জেন্টিনা যখন চাপের মুখে, আরও একবার দলে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন লাউতারো মার্টিনেজ। ১১২তম মিনিটে তার দুর্দান্ত একটি গোল থেকে ফাইনালে এগিয়ে যায় আর্জেন্টিনা। টুর্নামেন্টে অপ্রতিরোধ্য থাকা কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জিতে নিয়েছে আলবিসিলেস্তেরা। দলকে জেতাতানোর পাশাপাশি কোপার এই আসরের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন মার্টিনেজ। বাগিয়ে নিয়েছেন টুর্নামেন্টের গোল্ডেন বুট।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ সোমবার ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে চাপে রেখেছিল কলম্বিয়া। ম্যাচে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ব্যবধানে শেষ হলে, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে আক্রমণ পাল্টা আক্রমণে প্রতিপক্ষ দুর্গে নাভিশ্বাস তুলছিল উভয় দল। তবে ফিনিশিং দুর্বলতা ও প্রতিপক্ষ রক্ষণের বাধায় সফলতা পাচ্ছিল না কেউই।
যখন মনে হচ্ছিল খেলা গড়াবে টাইব্রেকারে, তখন ফের জ্বলে ওঠেন ম্যাচে বদলি নামা ফুটবলার লাউতারো মার্টিনেজ। মাঝমাঠ থেকে বল দখলে নিয়ে জিওভানি লো সেলসোর বাড়ানো বল পেয়ে বক্সের কাছে ছুঁটে যান মার্টিনেজ। সামনে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়ে কোন ভুল করেননি এই ফুটবলার। দারুন ফিনিশিংয়ে জালে জড়ান বল। আর এতেই উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামে থাকা সকল আর্জেন্টাইন দর্শক।
এটি চলতি আসরে মার্টিনেজের ৫ম গোল। এর আগে গ্রুপ পর্বের তিন ম্যাচে ৪ গোল করেছিলেন মার্টিনেজ। যেখানে নিজেদের প্রথম দুই ম্যাচে কানাডার ও চিলির বিপক্ষে একটি করে ও পেরুর বিপক্ষে জোড়া গোলে দলকে জিতিয়েছিলেন লাউতারো মার্টিনেজ। তার পরে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ তিনটি গোল করেছেন ভেনেজুয়েলার সালোমোন রনডন।
সর্বোচ্চ গোল মার্টিনেজের পা থেকে আসলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন কলম্বিয়ার মিডফিল্ডার জেমস রদ্রিগেজ। মাঝ মাঠে দারুন পারফরম্যান্স দেখানোর পাশাপাশি টুর্নামেন্টের এক আসরে রেকর্ড সর্বোচ্চ ৬ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। পাশাপাশি রদ্রিগেজের নামের পাশে আছে একটি গোলও। এরই সাথে তিনি ভেঙেছেন ২০২১ সালে লিওনেল মেসির সর্বোচ্চ ৫ গোলে সহায়তা করার রেকর্ড।
এছাড়া টুর্নামেন্টের গোল্ডেন গ্লাভস উঠেছে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের হাতে। কোয়ার্টার ফাইনালে তার জাদুকরী হাতের নৈপুণ্যেই ইকুয়েডরকে হারিয়েছিল আর্জেন্টিনা। ফাইনালে চাপে পড়া ম্যাচেও একের পর এক সেভ দিয়ে আর্জেন্টাইন দুর্গ নিরাপদ রেখেছেন দলের ‘বাজপাখি’ খ্যাত এই ফুটবলার।
আরও পড়ুন: ফাইনাল সেরা ডি মারিয়া, যা বললেন বিদায় বেলায়
ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৪/এফএএস